পেসারদের প্রতি ওয়ালশের বার্তা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে টাইগার বোলারদের একটি বার্তা দিয়েছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ক্যারিবিয়ান এই কিংবদন্তী বোলারদের আহ্বান জানিয়েছেন যতটা সম্ভব ধারাবাহিকতা বজায় রেখে বোলিং করতে। একই সাথে সঠিক জায়গায় বল ফেলার ক্ষেত্রেও গুরুত্ব আরোপ করছেন তিনি।
বোলারদের সাথে অনুশীলনে এই বিষয়টি নিয়েই কাজ করে আসছেন ক্যারিবিয়ান কিংবদন্তী। তাঁর মতামত বর্তমানে বাংলাদেশ দলের বোলাররা ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে। টেস্ট সিরিজকে সামনে রেখে ওয়ালশ বলেছেন,

'বোলারদের প্রতি আমার বার্তা হলো ধারাবাহিক থাকা। ধারাবাহিকতা বজায় রাখা এবং যতটা সম্ভব সঠিক জায়গায় বল ফেলতে হবে আমাদের। আমরা অনুশীলনে এটি নিয়ে কাজ করে আসছি এবং এটি ভালোই হচ্ছে।'
তবে হতাশার একটি জায়গাও আছে টাইগারদের বোলিং কোচের। দ্বিতীয় স্পেলে এখন পর্যন্ত বোলারদের যাচাই করে দেখার সুযোগ হয়ে ওঠে নি তাঁর। ফলে তাঁদের পরিবর্তন এবং সমন্বয়ের বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। অবশ্য ওয়ালশের বিশ্বাস নিউজিলান্ডের পেসবান্ধব উইকেটে টাইগারদের দুই একজন পেসার ঠিকই নিজেদের সামর্থ্যের জানান দিবেন,
'হতাশার ব্যাপার হলো আমরা তাঁদের দ্বিতীয় স্পেলে পর্যবেক্ষণ করতে পারিনি। সুতরাং তাঁরা বোলিংয়ে কি ধরণের সমন্বয় নিয়ে এসেছে তা দেখা সম্ভব হয়নি। এখানকার কন্ডিশন স্পিনবান্ধব নয়, ফলে এক কিংবা দুই জন পেসারের সুযোগ থাকছে এগিয়ে আসার এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ করার। একই সাথে বাংলাদেশের জন্য ভালো কিছু এনে দেয়ার,' বলছিলেন ওয়ালশ।