promotional_ad

বোলারদের স্কিল লেভেলে মনোযোগ ওয়ালশের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে টাইগার বোলারদের নিয়ে খুব বেশি চিন্তিত নন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় যদিও হতাশ তিনি। তবে বোলারদের ফিটনেস লেভেল নিয়ে সন্তুষ্ট এই ক্যারিবিয়ান। 



promotional_ad

টেস্টের চূড়ান্ত লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচটি দিয়ে নিজেদের ঝালাইয়ের সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। তবে ব্যাটসম্যানরা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারলেও বোলাররা বৃষ্টির কারণে দুই দিনের এই ম্যাচটিতে মাত্র ১২ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ, এবাদতরা। ম্যাচটি শেষে ওয়ালশ জানিয়েছেন টেস্টে ভালো করতে হলে স্কিলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে বোলারদের। 


'পুরো দিন খেলার সুযোগ না পাওয়ায় আমরা হতাশ। তবে এরপরেও তাঁরা (ক্রিকেটাররা) তুলনামুলকভাবে প্রস্তুত আছে ফিটনেস লেভেলের দিক থেকে। এখন আমাদের স্কিল লেভেল ঠিক রাখতে হবে টেস্ট ম্যাচে খেলতে হলে এবং এটাই আমাদের ঠিক করতে হবে,' বলেছেন টাইগারদের বোলিং কোচ।   



আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে জানা থাকায় ক্রিকেটাররা আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বলে উল্লেখ করেছেন ওয়ালশ। যদিও মূল ম্যাচ এবং নেট অনুশীলন যে ভিন্ন ব্যাপার সেটি মানছেন তিনি। ক্যারিবিয়ান এই কিংবদন্তীর ভাষ্যমতে,  
 
'আমরা আবহাওয়ার পূর্বাভাস আগে থেকেই জানতাম, সুতরাং আমরা নিশ্চিত করেছি যে বৃষ্টি আসলেও যেন পিছিয়ে থাকা ক্রিকেটাররা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারে। বিশেষ করে পেসাররা, তারা খুব বেশি অনুশীলনের সুযোগ পায়নি। আমি ম্যাচে হয়তো দুটি ভালো স্পেলকে এগিয়ে রাখতে পারি কারণ অনুশীলন, নেট এবং ম্যাচ খেলা সম্পূর্ণ ভিন্ন বিষয়।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball