বাতাসের সাথে লড়াইয়ে সফল সাদমান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের মাটিতে শুরু থেকেই বাতাসের সাথে লড়াই করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। প্রবল বাতাসের কারণে ব্যাটিং করতে বেশ বেগ পেতে হচ্ছে দলের ব্যাটসম্যানদের। তবে এবার সেই বাতাসকে পরাস্ত করে দারুণ ব্যাটিং উপহার দিতে সক্ষম হয়েছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম।
টেস্ট সিরিজে মাঠে নামার আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ৬৭ রানের ঝলমলে একটি ইনিংস উপহার দিয়েছেন এই ওপেনার। লিংকনের বার্ট সুটক্লিফেও বাতাস কম ছিলো না। কিন্তু প্রতিকূলতার সাথে মানিয়ে নিয়ে নিজেকে প্রমাণ করেছেন মাত্র ৮ দিন আগে নিউজিল্যান্ডে পা রাখা সাদমান। প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছেন বাতাসের সাথে মানিয়ে নিয়ে খেলাটাই মূল লক্ষ্য ছিলো তাঁর,

'সর্বশেষ অনুশীলনে এখানে অনেক বাতাস ছিলো। আর আমাকে বলা হয়েছিলো যে ওয়েলিংটন আর হ্যামিল্টনে খেলতে হলে এরকম বাতাসে মানিয়ে নিতে হবে,' বলেন সাদমান।
কোচদের পরামর্শে বল দেখে শুনে খেলার প্রতিও মনোযোগ দিচ্ছেন সাদমান। বিশেষ করে কিউই বোলারদের বাউন্স এবং সুইং বুঝতে চাইছেন তিনি। অনুশীলনে নিজেকে ভালভাবে ঝালিয়ে নেয়াটাই লক্ষ্য সাদমানের। তাঁর ভাষ্যমতে,
'আমাদের নিউজিল্যান্ডের যে কোচ এবং ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি বলছিলো যে এমন বাতাসে আসলে মানিয়ে নিতে হবে। তাঁরা বলেছেন বাউন্সটি অ্যাডজাস্ট করো, আর চেষ্টা করো একটু অপেক্ষা করে খেলতে। বল যেমন আসে সেভাবে খেলতে। আমি তেমনভাবেই এই কয়দিন অনুশীলন করেছি। আর আজকে প্রথম ম্যাচে নামার পরে চেষ্টা করেছি যে আমি এই কয়দিন যেমন নেটে ব্যাটিং করেছি আর ওরা আমাকে যেসব কথা বলেছে সেগুলো মাথায় রেখে খেলার চেষ্টা করেছি।'