টেস্ট সিরিজে মুশফিককে নিয়ে অনিশ্চয়তা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে মুশফিকুর রহিমের খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। পাঁজর, সাইড স্ট্রেইন এবং কবজির ইনজুরিতে ভোগা মুশফিক আদৌ খেলতে পারবেন কিনা সেটি নিয়ে এখনও সন্দিহান স্বয়ং টাইগারদের হেড কোচ স্টিভ রোডস।
মুশফিকের খেলা নিয়ে তেমন কিছু বলতে পারেননি তিনি। শুধু জানিয়েছেন আগামী তিন দিন মুশফিকের অবস্থা পর্যালোচনা করে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে দলের পক্ষ থেকে। টেস্ট সিরিজকে সামনে রেখে এই ইংলিশম্যান বলেছেন,

'তাঁর কবজিতে কিছু সমস্যা রয়েছে, বুড়ো আঙ্গুলের একটু উপরে। তাঁকে হাতটি কম নাড়াতে হবে এবং একটি ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখা হবে। আমরা এভাবে তিনদিন রাখবো এবং এরপর সেটি খুলবো। তখন দেখা যাবে যে তাঁর ব্যাথার পরিমাণ কতটা এবং সে খেলতে পারবে কিনা। তবে আমি আসলে এখনই বলতে পারছি না যে সে ছিটকে পড়েছে কিংবা সে খেলছে। সুতরাং উত্তরটি হলো, দুঃখিত আমি জানি না।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলার সময় পাঁজরের পুরনো ইনজুরি মাথা চাড়া দিয়ে উঠেছিলো তাঁর। এরপর তৃতীয় ওয়ানডেতে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিলো। তবে এরপরেও ইনজুরি নিয়ে খেলেছিলেন তিনি।
কিন্তু আগামী ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তিনি থাকতে পারবেন কিনা সেটি নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। কারণ শুধু পাঁজরের ইনজুরিই নয়, বর্তমান সফরটিতে সাইড স্ট্রেইন এবং কবজির ইনজুরির কবলেও পড়তে হয়েছে টাইগার এই উইকেটরক্ষককে।