promotional_ad

উইকেটের সেঞ্চুরি হাতছানি দিচ্ছে তাইজুলকে

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন তারকা তাইজুল ইসলাম টেস্ট ফরম্যাটে উইকেটের সেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছেন  স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে আর মাত্র ৩টি উইকেট শিকার করতে পারলেই তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। 


এখন পর্যন্ত ২৩টি টেস্টে ৯৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে তৃতীয়তে অবস্থান তাইজুলের। বাঁহাতি এই স্পিনারের বোলিং গড় ৩০.৬৫ এবং ইকোনমি রেট ৩.১৬। তাইজুলের আগের দুটি স্থান দখলে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। 



promotional_ad

৫৫ টেস্টে ২০৫ উইকেট নিয়ে শীর্ষে থাকা সাকিবকে টপকানো তাইজুলের পক্ষে সম্ভব না হলেও রফিককে ছাড়িয়ে দ্বিতীয়তে উঠে আসার সুযোগ থাকছে তাঁর সামনে। ৩৩টি টেস্টে ১০০ উইকেট শিকার করা রফিককে টপকাতে মাত্র ৪টি উইকেট প্রয়োজন ২৭ বছর বয়সী তাইজুলের। 


এদিকে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি বোলারের তালিকায় চতুর্থতে আছেন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ। এখন পর্যন্ত দেশের হয়ে মোট ১৮টি টেস্ট খেলেছেন মিরাজ। যেখানে ২৮.৭৮ গড় এবং ৩.২৫ ইকোনমি রেটে শিকার করেছেন ৮৪টি উইকেট।


একমাত্র পেসার হিসেবে শীর্ষ পাঁচে অবস্থান করছেন মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘ দিন থেকে টেস্ট ক্রিকেটে অনুপস্থিত থাকা নড়াইল এক্সপ্রেস ৩৬টি টেস্টে ৭৮ উইকেট শিকার করেছেন। তাঁর বোলিং গড় এবং ইকোনমি যথাক্রমে ৪১.৫২ এবং ৩.২৪। 



উল্লেখ্য আগামী ২৮শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball