promotional_ad

সাকিব নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যায়নিঃ বাশার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলার এখনও যথেষ্ট সম্ভাবনা রয়েছে ইনজুরি আক্রান্ত টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।


তবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে যে তিনি খেলছেন না সেটি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন সাকিবের আঙ্গুলের পরবর্তী অবস্থা দেখার পরেই সিদ্ধান্ত নিবেন তাঁরা।



promotional_ad

সাকিব প্রসঙ্গে বাশার বলেছেন, 'আমরা টেস্ট সিরিজ থেকে সাকিবকে পুরোপুরি বাদ দিচ্ছি না, তবে সে প্রথম টেস্টে খেলছে না সেটি নিশ্চিত।'


আঙ্গুলের উন্নতির ওপর ভিত্তি করে যেকোনো সময়েই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অন্তর্ভুক্ত করা হতে পারে সাকিবকে, জানিয়েছেন বাশার। এর সবকিছুই অবশ্য জানা যাবে ইনজুরি আক্রান্ত আঙ্গুলের ক্লিপ খোলার পরে। নির্বাচকের ভাষায়,  


'আমরা দেখতে চাইছি ক্লিপ খোলার পর তাঁর হাতের অবস্থা কিরূপ থাকে এবং এরপরই আমরা সিদ্ধান্ত নিবো তাঁর ব্যাপারে। কারণ যদি তাঁর উন্নতি যদি ভালো হয় তাহলে সে যেকোনো সময়ে টেস্ট সিরিজে যোগ দিতে পারে।' 



উল্লেখ্য এর আগে বাংলাদেশ প্রিমিয়ার প্রিমিয়ার লীগের (বিপিএল) গত আসরে আঙ্গুলের পুরনো ইনজুরি মাথা চাড়া দিয়ে উঠেছিলো সাকিবের। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি।


তাঁর অনুপস্থিতিতে টাইগাররা ৩-০ তে সিরিজ হেরে গিয়েছে কিউইদের কাছে এরই মধ্যে। এবার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতেও সাকিবকে ছাড়া খেলতে নামতে হচ্ছে বাংলাদেশকে। যদিও বাকি দুই ম্যাচে তাঁকে পাওয়ার আশা করছেন নির্বাচক এবং কোচ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball