promotional_ad

ছিটকে পড়লেন পান্ডিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েছেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


পিঠের ইনজুরিতে পড়েছেন পান্ডিয়া, যার ফলে তাঁকে বিশ্রামে পাঠাতে বাধ্য হয়েছে বোর্ড। ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে পিঠের ইনজুরি নিয়ে কাজ করবেন পান্ডিয়া।



promotional_ad

পাঁচ ম্যাচে ওয়ানডে সিরিজের জন্য পান্ডিয়ার বদলি হিসেবে অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকে দলে রাখা হয়েছে।


টিভি শো'তে নারী বিদ্বেষী মন্তব্য করায় নিষেধাজ্ঞায় পড়েছিলেন পান্ডিয়া। এরপর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবার দলে ফেরান তিনি। নিষেধাজ্ঞার পর মাত্র ছয়টি সাদা বলের ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন সাতটি এবং রান তুলেছেন ৮৬ রান।


দেশের হয়ে এখন অবধি ৪৫টি ওয়ানডে এবং ৩৮টি টি-টুয়েন্টি খেলেছেন পান্ডিয়া। ব্যাটে বলে অলরাউন্ডিং পারফর্মেন্স করে গেছেন তিনি। একদিনের ক্রিকেটে ১১৬ স্ত্রাইক রেটে এবং ২৯ গড়ে ৭৩১ রান সংগ্রহ করেছেন তিনি। ৪৪টি উইকেট আছে তাঁর নামের পাশে।



বিশ ওভারের ম্যাচে ব্যাটে ১৫৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন এই ডানহাতি। এই ফরম্যাটে তাঁর রান সংখ্যা ২৯৬ এবং উইকেট সংখ্যা ৩৬। বিশ্বকাপের আগে অজিদের বিপক্ষে সিরিজটি ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ, পান্ডিয়ার জন্য তো বটেই।


দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে আগামী রবিবার থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজটি। তিন মার্চ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball