promotional_ad

রেকর্ড রান তাড়া করে জিতলো ইংল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। ফলে ১-০ তে সিরিজে এগিয়ে গিয়েছে তারা। এদিন উইন্ডিজদের ছুঁড়ে দেয়া ৩৬১ র??নের জবাবে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। এখন পর্যন্ত এটাই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। 


বার্বাডোজের ব্রিজটাউনে অনুষ্ঠিত এই ম্যাচে উইন্ডিজদের রানের জবাবে খেলতে নেমে ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন ইংলিশ ওপেনার জ্যাসন রয় এবং তিনে নামা ব্যাটসম্যান জো রুট। মাত্র ৮৫ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রয়। হাঁকিয়েছেন ৩টি ছয় এবং ১৫টি চার। 


যেখানে রুটও পেয়েছেন শতকের দেখা। তাঁর ৯৭ বলে ১০২ রানের ইনিংসটি ছিলো ৯টি চারে সাজানো। এই ইনিংসটি খেলার মধ্য দিয়েই ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলকে পা রেখেছেন রুট। 


দারুণ খেলেছেন অধিনায়ক ইয়ন মরগানও। ৩টি ছয় এবং ৪টি চারের সাহায্যে ৫১ বলে ৬৫ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। শেষ পর্যন্ত টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়ের কল্যাণে ৬ উইকেট হাতে রেখেই সহজ জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে সফরকারীরা। দুর্দান্ত ব্যাটিং করায় ম্যাচ সেরার পুরষ্কার হাতে উঠেছে ইংলিশ ওপেনার জেসন রয়ের।



promotional_ad

ইংলিশ ব্যাটসম্যানদের তান্ডবে ক্যারিবিয়ান বোলারদের কেউই সেভাবে সুবিধা করতে পারেননি। ২ উইকেট শিকার করতে পারলেও অধিনায়ক জ্যাসন হোল্ডার রান খরচ করেছেন ৬৩। এছাড়াও দেবেন্দ্র বিশু ৭৮ রানে ১টি এবং ওশান থমাস নিয়েছেন ৭২ রানে সমান সংখ্যক উইকেট।


এদিন শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক হোল্ডার। এরপর ৩৮ রানে ওপেনার জন ক্যাম্পবেলের উইকেটটি হারানোর পর ক্রিস গেইল এবং শাই হোপের ব্যাটে ১৩১ রানের জুটি পেয়েছিলো ক্যারিবিয়ানরা। দীর্ঘ দিন পর ওয়ানডে খেলতে নেমেই নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন গেইল। ১২টি ছয় এবং ৩টি চারের মাধ্যমে ১২৯ বলে ১৩৫ রান করেন তিনি।  


৬৪ রান করে বেন স্টোকসের শিকার হয়ে শাই হোপ ফিরে গেলে তৃতীয় উইকেটে শিমরন হেটমায়ারের সাথে ৬০ রানের আরেকটি দারুণ জুটি গড়েন গেইল। পঞ্চম উইকেটে ড্যারেন ব্রাভোর সাথেও ৬৪ রানের জুটি গড়তে সক্ষম হন তিনি। হেটমায়ারের ব্যাট থেকে এসেছে ৪০ রান। ইনিংসের ৪৭তম ওভার পর্যন্ত ক্রিজে থেকে দলকে বিশাল পুঁজি এনে দেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন গেইল।  


গেইলের দারুণ ব্যাটিংয়ের পরও বল হাতে দারুণ সফল ছিলেন দুই ইংলিশ বোলার বেন স্টোকস এবং আদিল রশিদ। ৮ ওভারে ৩৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন স্টোকস। যেখানে সমান সংখ্যক উইকেট পেলেও ৭৪ রান খরচ করেছেন স্পিনার রশিদ। ৫৯ রানে ২টি উইকেট পেয়েছেন ক্রিস ওকস।


৮৫ বলে ১২৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার কল্যাণে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ইংলিশ ওপেনার জ্যাসন রয়। সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে একই মাঠে ২২ তারিখে। 



সংক্ষিপ্ত স্কোরঃ


উইন্ডিজঃ ৩৬০/৮ (৫০ ওভার) (গেইল-১৩৫, হোপ-৬৪; স্টোকস-৩/৩৭, রশিদ-৩/৭৪) 


ইংল্যান্ডঃ ৩৬৪/৪ (৪৮.৪ ওভার) (রয়-১২৩, রুট-১০২; হোল্ডার-২/৬৩, থমাস-১/৭২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball