'আইকন' মাশরাফির পথ অনুসরণ করতে চান তাসকিন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
পায়ের ইনজুরিতে নিউজিল্যান্ড সফর শেষ হয়ে যাওয়া টাইগার পেসার তাসকিন আহমেদের আদর্শের নাম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
একের পর ইনজুরিতে পড়ার পরেও নতুন উদ্যমে বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন মাশরাফি। আর তাই তাসকিনও চান নড়াইল এক্সপ্রেসের মতো ইনজুরি কাটিয়ে পুরনো রূপে ফিরতে।

দেশ রূপান্তর নামক একটি বাংলা দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে তাসকিন জানিয়েছেন আইকন মাশরাফির মতো তিনিও ইনজুরির সাথে লড়াই করে জিততে চান। টাইগারদের এই পেস তারকা বলেছেন,
'আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা মাশরাফি ভাই। এতবার ইনজুরি হয়েছে, আবারও ফিরেছেন। তিনিও তো মানুষ। তিনি পারলে আমিও পারবো ইনশাল্লাহ। তিনি আমার আইকন। সব ক্ষেত্রেই আমি তাঁকে অনুসরণ করি।'
বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলার সময় পায়ের ইনজুরিতে পড়েছিলেন তাসকিন। এরপরেই নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়তে হয় তাঁকে। এই আক্ষেপ অবশ্য প্রতিনিয়তই পোড়াচ্ছে তাঁকে। তাসকিনের ভাষ্যমতে,
'আমার আসলে সবচেয়ে খারাপ লেগেছে নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিলো যেদিন সেদিনটায়। ৬ তারিখ ফ্লাইট। আপসেট ছিলাম। রাতে ঘুমাতে গেলে খারাপ লাগে। আগের মতো কঠিন এখন না। কষ্ট তো লেগেছে। আমি পা উঁচু করে ঘরে বসে থাকার ছেলে না। জিম এক্সারসাইজ শুরু হয়েছে। ভালো লাগছে। বাইরে যাওয়ার সুযোগ তো পাই।'