বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরু

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের ৩০ শে মে থেকে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টটিকে সামনে রেখে একটি ভিডিও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সেখানে বিশ্বকাপের কাউন্ট ডাউনের বার্তা দিয়েছেন ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ক্রিকেটাররা। যাদের মধ্যে আছেন টাইগার ওপেনার তামিম ইকবালও। তামিম বলেছেন, 'আর মাত্র ১০০ দিন বাকি বিশ্বকাপের।'

তামিম ছাড়াও একই বার্তা দিয়েছেন শহীদ আফ্রিদি, ডেভিড মিলার, জেমস অ্যান্ডারসন, শন পোলক, আদিল রশিদদের মতো তারকারা।
উল্লেখ্য আগামী ১৪ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আগামী আসর। মোট ১০টি দলের অংশগ্রহণে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।
যেখানে ইংল্যান্ড ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।