মিডেল অর্ডার ব্যাটসম্যানদের প্রশংসায় মাশরাফি

ছবি: মাশরাফি বিন মুর্তজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপ অর্ডার। কিন্তু মিডেল অর্ডারের কল্যাণে তিন ম্যাচেই সম্মানজনক রান পেয়েছে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে মিডেল অর্ডার ব্যাটসম্যানদের প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা। বিশেষ করে সাব্বির-সাইফুদ্দিনদের দারুণ ব্যাটিং মনে ধরেছে তাঁর।

'আমাদের লোয়ার মিডেল অর্ডারে আমরা কিছু রান পেয়েছি। মিঠুন দুইটা ম্যাচে রান পেয়েছে। সাব্বির আজ সেঞ্চুরি করেছে। আগের ম্যাচে ৪৩ এর মতন রান করেছে। সাইফুদ্দিন রান করেছে, আজ ভালো বোলিং করেছে। সুতরাং ইতবাচক যা আছে সেটা একটু পেছনের দিকে।'
সাব্বির রহমান সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫৫ স্কোরিং শটে ১২টি চার মেরেছেন, ছক্কা দুটি। ৫৯ বলে ফিফটির পর তিন অঙ্ক ছুঁয়েছেন ১০৫ বলে। এর আগে প্রথম ম্যাচে ১৩ রানে আউট হলেও দ্বিতীয় ম্যাচে ৪৩ রানের আরেকটি ইনিংস খেলেছিলেন সাব্বির।
এছাড়া, সাইফুদ্দিন প্রথম ম্যাচে ৪১ রানের ইনিংস খেলেছিলেন। শেষ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৪ রানের আরেকটি ইনিংস। শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মোহাম্মদ মিঠুন না খেলতে না পারলেও প্রথম দুই ম্যাচেই অর্ধশতক হাঁকিয়েছেন।
বাংলাদেশ দলপতি মাশরাফি মনে করেন মিডেল অর্ডার ব্যাটসম্যানদের রানের মধ্যে থাকা দারুণ সুবিধা। তবে জিততে হলে, টপ অর্ডার ব্যাটসম্যানদের কিছু করার তাগিদ দিয়েছেন তিনি।
'এটা দলের জন্য অনেক সুবিধা। অবশ্যই ম্যাচ জিততে হলে টপ অর্ডার থেকে কিছু করতে হবে।'