promotional_ad

সাব্বিরের শতক দলের জন্য ইতিবাচকঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। হতাশা দলের সকলের চোখেমুখে, কিন্তু অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খুঁজছেন পরাজয়ের মাঝে ইতিবাচক দিক। খুঁজেও পেয়েছেন তিনি, সাব্বির রহমানের ক্যারিয়ারের প্রথম শতক। যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক মাশরাফির চোখে।


৩৩১ রানের বিশাল লক্ষ্যে শুরুতেই দলকে চাপে ফেলে দিয়েছিলেন উপরের সারির ব্যাটসম্যানরা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের ব্যর্থতার পর ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছিলেন সাব্বির। বৈরি কন্ডিশনে কিউই বোলারদের মোকাবেলা করেছেন সহজাত ব্যাটিং দিয়েই।



promotional_ad

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে চাপ নিয়েই নিজের সামর্থ্য দেখিয়ে গেছেন সাব্বির। ৫৯ বলে সাত চার এক ছয়ে অর্ধশতক হাঁকানোর পর শতকে পৌঁছাতে সাব্বির খেলেছেন ৪৬ বল। ১০৫ বলে বার চার এবং দুই ছয়ে নিজের ক্যারিয়ারের প্রথম শতকটি হাঁকিয়ে নেন সাব্বির।


বিশ্বকাপের আগে বাংলাদেশি কোন ব্যাটসম্য???নের এমন ইনিংস দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ জানেন মাশরাফি। তাই ম্যাচ পরাজিত হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাব্বিরের ব্যাটিংয়ের গুণগান করেন তিনি।


'ছেলেরা হতাশ, কিন্তু সাব্বিরের শতক আমাদের জন্য ইতিবাচক। প্রয়োজনের সময় আমরা উইকেট নিতে পারিনি। ৩৫ ওভার পর্যন্ত আমরা ভালো অবস্থানে ছিলাম এবং এরপরই নিশামের ব্যাটিংয়ে মোমেন্টাম হারিয়ে ফেলি।'



প্রথম দুই ম্যাচ পরাজয়ে সিরিজ আগেই হেরে বসেছিল বাংলাদেশ দল। ডানেডিনে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশের পরাজয় এড়াতে নেমেছিল বাংলাদেশ।


সাব্বির একা লড়াই করে গেলেও দলের বাকি ব্যাটসম্যানরা তাঁকে সঙ্গ দিতে পারেননি। যার ফলে ৮৮ রানের পরাজয় নিয়ে শেষ ম্যাচেও মাঠ ছেড়েছে সফরকারী বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball