জুটি ভাঙ্গলেন মিরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ডঃ ১৮১/৩ (৩৪ ওভার)
(টেইলর ৫৭* লাথাম ১৭*)
ডুনেডিনে সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। টসে হেরে এখন প্রথম ইনিংসে ব্যাট করছে কিউইরা।
টেইলর-নিকোলসের জুটিঃ

দুই ওপেনারকে হারালেও দলের পক্ষে হাল ধরে খেলছিলেন রস টেইলর এবং হেনরি নিকোলস। ইনিংসের ১২তম ওভারে ২য় উইকেট হারানো কিউইদের ১০০ রানের পুঁজি এনে দেয় এই পুঁজি। এই ম্যাচে ৩ নম্বরে নেমে ফিফটি তুলে নেন নিকোলস।
টেইলরকে সঙ্গে নিয়ে দলকে এনে দেন ১৫০ রানের পুঁজিও। কিন্তু তাঁদের ৯২ রানের জুটি ভাঙ্গেন মেহেদি হাসান মিরাজ। ৬৪ রানে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নিকোলস। নিকোলস ফিরে যাওয়ার খানিক পর ফিফটি তুলে নেন টেইলর।
সাইফুদ্দিনের প্রথমঃ
মুনরো ফিরলেও হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন প্রথম দুই ম্যাচের সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিল। সুযোগ ছিল হ্যাট্রিক সেঞ্চুরি হাঁকানোর, কিন্তু তাঁকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেন সাইফুদ্দিন এবং তামিম ইকবাল। অসাধারণ এক ক্যাচ নিয়ে ২৯ রানে গাপটিলকে বিদায় করেন তামিম।
ব্যর্থ মুনরোঃ
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে দলে ছিলেন না, সুযোগ পেয়েছেন শেষ ম্যাচে। কিন্তু বাঁহাতি এই বিধ্বংসী ওপেনারকে বেশিদূর যেতে দেন নি কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। দলীয় ২১ রানের সময় ব্যকিতগত ৭ রানে থাকা অবস্থায় মুনরোকে বিদায় করেন তিনি।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস (উইকেট রক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশঃ:
ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, টম লাথাম (শেষ ম্যাচের অধিনায়ক), কলিন মুনরো (শেষ ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকোলাস, রস টেইলর, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।