আইপিএলের সূচি প্রকাশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী মাসের ২৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১২তম আসর। এরই মধ্যে টুর্নামেন্টটিকে সামনে রেখে প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।
সূচি অনুযায়ী টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জা হর্স ব্যাঙ্গালুরু। প্রথম দুই সপ্তাহে অনুষ্ঠিত হবে মোট ১৭টি ম্যাচ যেখানে অংশ নিবে মোট ৬ টি দল।
তবে ভারতের সাধারণ নির্বাচনের কারণে টুর্নামেন্টটির তারিখ পরিবর্তিত হতে পারে, জানিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে,
'নির্বাচনের তারিখ প্রকাশ করার পর আমরা যেকোনো সমস্যা নিয়ে আলোচনা করবো প্রথম দুই সপ্তাহে এবং আরেকটি সূচি প্রকাশ করবো বাকি টুর্নামেন্টের জন্য। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে তারিখ নির্ধারণ করার জন্য আলাপ করবো।
আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচিঃ