পরীক্ষা দিয়েছেন তিন বোলার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দেশীয় তরুণ বোলারদের বোলিং প্রশ্নবিদ্ধ হচ্ছে বারবারই। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার বিসিবির একাডেমী মাঠে তিন তরুণ বোলারের পরীক্ষা নেয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির বোলিং রিভিউ কমিটির ভিডিও অ্যানালিস্ট নাসির উদ্দিন আহমেদ নাসু।
যেখানে ছিলেন বিপিএলের ষষ্ঠ আসরে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন সম্মুখীন হওয়া বোলার সঞ্জিত সাহা এবং নাহিদুল ইসলাম। সাথে ছিলেন প্রথম বিভাগের এক তরুণ।

বোলারদের ভিন্ন ভিন্ন বোলিংয়ের মোট আঠারোটি বলের নমুনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নাসু। তাঁর ভাষায়,
'সঞ্জিত সাহা, নাহিদুল ইসলাম ও প্রথম বিভাগের একজন বোলারের পরীক্ষা আমরা নিয়েছি। ১৮ টা করে ডেলিভারি নিয়েছি। স্টক ডেলিভারি, ফাস্টার ডেলিভারি এবং ভ্যারিয়েশন।'
তিন থেকে চার দিনের মধ্যেই এই তিন বোলারের দেয়া পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। এই ফলাফলের উপরই নির্ভর করবে তাঁদের আসন্ন টি-টুয়েন্টি লিগে খেলার সবুজ সংকেত।
বিসিবির এই কর্মকর্তা আরও জগ করেন, 'আজকের পরীক্ষার ফলাফল পেতে ৪-৫ দিন লেগে যাবে। যদি পার হয় তাহলে প্রিমিয়ার লিগ খেলতে পারবে।'