বাজে ভাগ্য বদলাতে চান তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোন ফরম্যাটেই জয়ের দেখা পায় নি বাংলাদেশ দল। কেন সেখানে সফল হচ্ছে না টাইগাররা সেটার উত্তর ওপেনার তামিম ইকবাল না জানলেও একটা ম্যাচ জিতে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের বাজে ভাগ্য বদলাতে চান তিনি।
গেল বার সেখানে গিয়ে জয়ের সুযোগ তিরি করার পরও জেতা হয় নি বাংলাদেশের। কিন্তু এবার ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে কিউইদের কাছে পাত্তাই পায় নি তামিম-মাশরাফিরা।

যেকারণে শেষ ওয়ানডেতে জয় ছাড়া কোন কিছু ভাবছে না বাংলাদেশ দল। তাই তামিম মনে করেন, একটা জয় বদলে দিতে পারে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পারফর্মেন্সের চিত্র। প্রথম আলোকে তামিম বলেন,
'সিরিজ শুরুর আগে আমাকে যখন প্রশ্ন করা হতো আমি কি চাই? তখন আমি উত্তর দিতাম, একটা ম্যাচ জিততে চাই এখানে। একটা ম্যাচ জিতে কুফাটা কাটানো দরকার, প্রথম দুই ম্যাচে তো হয় নি, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি নি।
'এই কারণেই বেশ হতাশ। সব ম্যাচ হারলেও এখানে আমাদের গত সিরিজটা বরং ভালো ছিল। একটা ম্যাচ তো জেতার কথা ছিল এবং অন্য আরেকটাতেও আমাদের সুযোগ ছিল।'
নিউজিল্যান্ডের মাটিতে ব্যক্তিগত পারফর্মেন্স খুব বেশি ভালো নয় তামিমের। যেখানে তিনি পারফর্ম করতে পারেন না সেই দেশটি তাঁর কাছে খারাপ হিসেবে বিবেচিত হয় বলে জানান এই ওপেনার। তামিম বলেছেন,
'আমার খুব সহজ একটা সূত্র আছে, যেখানে আমি ভালো খেলি সেটাই বিশ্বের সেরা শহর। যেখানে ভালো খেলিনা সেটা বিশ্বের সবচেয়ে খারাপ দেশ। আগামী দুই দিন পর কি হবে জানি না।'