promotional_ad

পরিবর্তন আসছে শেষ ওয়ানডের একাদশে?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম দুই ওয়ানডেতে পরাজিত হয়ে হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে বাংলাদেশ দল। তার উপর দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুনের ইনজুরি সমস্যা শেষ ম্যাচের আগে আরও দুশ্চিন্তায় ফেলেছে টাইগারদের। তাই শেষ ওয়ানডেতে দলে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


দুই ওয়ানডেতেই ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল এবং লিটন দাস। তারপরও এই জুটির উপর আস্থা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। যেহেতু মুশফিকের ইনজুরি সমস্যা রয়েছে তাই শেষ ম্যাচে লিটনকে দেখা যেতে পারে উইকেটের পেছনেও।


নেপিয়ার এবং ক্রাইস্টচার্চে শুরুতে ব্যাট হাতে ছন্দে দেখা গেলেও বাজে শট খেলে উইকেট ছুঁড়ে দিয়েছেন সৌম্য সরকার। শেষ ওয়ানডেতে দলকে হোয়াইটওয়াশ থেকে বাঁচাতে তাঁর ব্যাটে বড় স্কোর অবশ্যই চাইবে বাংলাদেশ দল।



promotional_ad


চার নম্বরে মুশফিকুর রহিম নিয়মিত হলেও পুরাতন পাঁজরের ইনজুরি নতুন ভাবে জেগে ওঠায় তাঁকে নিয়ে শেষ ম্যাচে রয়েছে সংশয়। মুশফিক যদি না খেলেন তাহলে শেষ ম্যাচে দলে জায়গা পাবেন মমিনুল হক।


পাঁচ নম্বরে নেমে দুই ম্যাচেই ফিফটি হাঁকিয়েছেন মিঠুন। তাঁরও ইনজুরি সমস্যা রয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ ওয়ানডেতে যদি তিনি না খেলতে পারেন তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে উঠে আসতে হবে পাঁচ নম্বরে।


এক পজিশন এগিয়ে ছয় নম্বরে খেলবেন সাব্বির, সাত নম্বরে থাকবেন মেহেদি হাসান মিরাজ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা নিশ্চিত সাইফুদ্দিনের।


যদি মিঠুন না খেলেন তাহলে একজন বাড়তি পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। সেক্ষেত্রে মাশরাফি-মুস্তাফিজের সঙ্গে শেষ ওয়ানডের একাদশে জায়গা হচ্ছে রুবেল হোসেনের।



বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ 


তামিম ইকবাল, লিটন দাস (উইকেট রক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম/মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন/রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball