promotional_ad

২৫ তারিখ থেকে ১২ দলের নতুন টি-টুয়েন্টি লিগ

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অবশেষে শুরু হতে যাচ্ছে দেশীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টি-টুয়েন্টি টুর্নামেন্ট। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টটি। মার্চের তিন তারিখ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে সীমিত ওভারের টুর্নামেন্টটি।


৩ মার্চ মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফ্লাড লাইটের নিচে ম্যাচটি আয়োজন করা হবে বলে জানিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান কাজি এনাম আহমেদ।



promotional_ad

'এবার প্রাথমিকভাবে এবং আগে ছোট আকারে একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট করছি। টি-টুয়েন্টি টুর্নামেন্ট হবে ১২টি দল নিয়ে। চার গ্রুপে ভাগ করে নেব দল গুলোকে। তাহলে মোট ম্যাচ হবে ১৫টি। একেকটা গ্রুপে তিনটা দল থাকবে। প্রত্যেকটা দল কমপক্ষে দুটি করে ম্যাচ খেলতে পারবে। লীগ ম্যাচ গুলো হবে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।


'সেমিফাইনাল হবে ১ মার্চ। গ্রুপ পর্বে তিনটা আছে, সেখান থেকে একটা করে দল যাবে সেমিফাইনালে। সেখান থেকে ফাইনালে হবে ৩ তারিখে। ফাইনালটা আমরা লাইটের নিচে করব। যেহেতু আমরা তিন তারিখ শেষ করছি, সেটার পর আমরা কয়েকদিন গ্যাপ দিয়ে মার্চের ৮ তারিখ শুক্রবার ডিপিএল শুরু করব।' 


ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১২ দল নিয়ে আয়োজিত হবে ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টটি। যেখানে চারটি গ্রুপে ভাগ করা হবে দল গুলোকে।



প্রতিটি গ্রুপে তিনটি করে দল থাকবে এবং প্রত্যেক গ্রুপ থেকে একটি করে দল পরবর্তী পর্বে অর্থাৎ সেমিফাইনাল খেলবে।


গ্রুপ পর্বের খেলা চলবে ফেব্রুয়ারির ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত। ফাইনাল সহ মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটিতে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball