বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ সালের যুব বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড যুব দল। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসার কথা রয়েছে কিউইদের।
এবারই প্রথম নিউজিল্যান্ডের যুব দল বাংলাদেশ সফরে আসবে। এই সফর দিয়েই যুব বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে কিউইরা।

এখন পর্যন্ত শুধু বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল দুই দল। ৪ বারের দেখায় দুটি করে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যুবারা।
এদিকে আসন্ন সফরের জন্য দলের অধিনায়কের নাম ঘোষণা না করলেও দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে দলটির কোচের ভূমিকায় থাকবেন সাবেক কিউই ওপেনার পিটার ফুলটন।
৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হবে। এরপর ওয়ানডে সিরিজে লড়বে দুইদল। যদিও সফরে কয়টি ওয়ানডে খেলবে কিউইরা এখনও জানা যায় নি।
নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ স্কোয়াডঃ আদিত্য অশক, ক্রিস্টিয়ান ক্লার্ক, লুকাস ডাসেন্ট, মিকে কনরয়, জয়ি ফিল্ড, জেসি ফ্রিউ, নিক লিডস্টোন, রুবেন লাভ, রায়েজ মারিউ, বেন পোমারে, টিম প্রিঞ্জিল, ডায়লান শর্মা, আঙ্গুস সিডে, জেসে ট্যাশকোফ, অলি হোয়াইট।