promotional_ad

বিবর্ণ ডিপিএলেও ইতিবাচক দিক দেখছেন সুজন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এতে কিছুটা হলেও রং হারাতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টটি। কিন্তু এতে তরুণরা সুযোগ পাবে টুর্নামেন্টটে অংশ নেয়ার, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন ডিপিএলের দল আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।


নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সাথে আছেন দেশের সেরা ক্রিকেটাররা। মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবালের মতো ক্রিকেটাদের ছাড়াই মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে ডিপিএল। তবে এতে কিছুটা জৌলুস হারালেও জাতীয় দলের ক্রিকেটারদের অপেক্ষায় টুর্নামেন্টটি থামিয়ে রাখার পক্ষে নন সুজন।



promotional_ad

সিনিয়রদের তুলনায় তরুণদের সুযোগ বেশি প্রয়োজন ঘরোয়া এইসব টুর্নামেন্টে। তাই এখনই সঠিক সময় ডিপিএল আয়োজন করার। রবিবার সাংবাদিকদের সামনে সুজন বলেন,


'ভালো খেলোয়াড় না খেললে তো একটু রং হারায়। এটাও আবার ক্রিকেটের অংশ। আপনাকে এটা মানতেই হবে। জাতীয় দলের খেলোয়াড়দের জন্য যদি বসে থাকেন তাহলে ঢাকা লীগ হবে না আসলে। আমাদের মৌসুম তো খুব অল্প সময়ের।


'ক্রিকেটাররা নিউজিল্যান্ড থেকে আসার পর যদি লীগ শুরু করা হত তাহলে তো লীগ শেষ হবে না। এটা গুরুত্বপূর্ণ। সিসিডিএমের জন্যও সঠিক সময়। জৌলুস কমলেও আমি মনে করি নতুন কিছু প্লেয়াররা সুযোগ পাবে, এটাও একটা বড় দিক। যারা সুযোগ পাচ্ছে তাদের জন্য নিজেদের প্রমাণ করার সুযোগ।'



বিশ্বের ক্রিকেট খেলুড়ে সব দেশেই এমনই হয়ে থাকে। জাতীয় দলের ক্রিকেটারদের তুলনায় ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদেরই বেশি সুযোগ দেয়া হয়ে থাকে।


ভারতের উদাহরণ টেনে সুজন বলেন, 'বিশ্বব্যাপী এমনই হয়, ভারতীয় ক্রিকেটাররা কয়টা তাদের রঞ্জি ট্রফি ম্যাচ খেলার সুযোগ পায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball