promotional_ad

পার্থক্য গড়ছে 'গতি'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রতিপক্ষের পেসারদের গতির সামনে বারবারই মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। সাথে কিউই ব্যাটসম্যানদের সামনে দাঁড়াতেই পারছে না টাইগার কোন পেসারই, যার প্রধান কারণ বলে গতির অভাব। এই সফরে এসে দলে দ্রুতগতির বোলারের প্রয়োজন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ।


কিউই বোলাররা যেখানে নিয়মিত ১৪০ কিমির ঊর্ধ্বে বল করছে, সেখানে টাইগার বোলারদের গতির সীমা মাত্র ১৩৫-১৪০ কিমি সর্বোচ্চ। এমন গতির সামনে ব্যাটিং করা বলা যায় একেবারেই সহজ নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য।



promotional_ad

প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সামনে দেয়াল হয়ে দাঁড়ানোর মতো কোন দ্রুত গতির বোলার বাংলাদেশ দলে নেই বললেই চলে। তাসকিন আহমেদ, রুবেল হোসেনদের মতো গতিসম্পন্ন পেসাররা দলে থাকলে আরেকটু ভালো লড়াই হত মাঠে, ধারণা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ সুজনের।


'ওদের যারা বল করছে তাদের সবাই ১৪০ এ বল করছে। আমাদের কিন্তু ওই জোরে বোলারটা নাই। আমরা রুবেলের শুন্যতা অনুভব করছি। রুবেলের পেসটা মিস করছি। হয়তো আমাদের যদি একটা জোরের বোলার থাকত, দ্বিতীয় ইনিংসে উইকেট অনেক সহজ হয়ে যায় ব্যাটিংয়ের জন্য, ফ্ল্যাট হয়ে যায়।


'আমার মনে হয় লেন্থটা নিয়ে একটু কাজ করলে ভালো। তবে আমি একদম হতাশ না। নিউজিল্যান্ড কন্ডিশন সবসময় কঠিন যে কোনো উপমহাদেশের দলের জন্য। আমি মনে করি ছেলেরা ভালো জায়গায়ই আছে। আমি মনে করি সাকিব ফিরে আসলে টিমের ভারসাম্য ঠিক হয়ে যাবে।'



নিজেদের গতিময় বোলার না থাকায় ১৪০-১৫০ গতির বল খেলতে স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে টাইগার ব্যাটসম্যানদের। ঘরে যেখানে ১৩০-১৪০ গতির বোলিংয়ে খেলে অভ্যস্ত টাইগাররা, সেখানে ১৫০ কিমি গতির বোলিং তাঁদেরকে রীতিমত প্রতিকূলতায় ফেলে দিচ্ছে।


প্রথম ওয়ানডে পরাজয়ের পর টাইগার মিডেল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, 'আমরা তো এরকম গতির বল খেলে অভ্যস্ত না। ১৫০ কি.মি তে বল করছে, প্রতি বোলার ১৪০কি.মির উপরে বল করছে। আমরা বাংলাদেশি কন্ডিশনে ১৩০ এ খেলে অভ্যস্ত। ওখান থেকে ১৪০-১৫০ কিমি খেলতে কিছুটা সমস্যা হওয়াটা স্বাভাবিক।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball