promotional_ad

লিড বাড়াচ্ছে ইংল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল (দ্বিতীয় ইনিংস): ৬০/২ (১৮ ওভার)


(স্মিথ ৩৬*, ল্যামনবি ৬*; গালিব ২/২৭)


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল (প্রথম ইনিংস): ২২৮ অলআউট (৮৮ ওভার) 


(মাহমুদুল ৭৪, শাহাদাত ৫৬; আল্ড্রিজ ৪/৪৪)


ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল (প্রথম ইনিংস): ৩৩৭/১০ (১০২.৫ ওভার)



promotional_ad

(স্মিথ ৯০, হিল ৯১; মিনহাজুর ৩/১০৬)


লিড বাড়িয়ে চলছে ইংল্যান্ডঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে নিজেদের লিড বাড়িয়ে নিচ্ছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ১০৯ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করা সফরকারী দল ইতিমধ্যে দুই উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করেছে।


তাদের লিড দাঁড়িয়েছে ১৬৯ রানের। টাইগার বোলার আসাদুল্লাহ গালিবের বোলিংয়ে দুই ওপেনার জর্জ ব্যাল্ডারসেন এবং বেন চার্লসওর্থের বিদায়ের পর ব্যাট হাতে ইংলিশদের রান বাড়াচ্ছেন জিমি স্মিথ এবং টম ল্যামনবি।


স্মিথ ৩৬ রানে ব্যাটিং করছেন, তাঁকে সঙ্গ দিয়ে ৬ রানে ব্যাটিং করছেন ল্যামনবি। ইংলিশদের দুই উইকেটই নিয়েছেন গালিব। ব্যাল্ডারসেন এবং চার্লসওর্থকে যথাক্রমে ৯ এবং ৬ রানে ফিরিয়েছেন তিনি।


ক্ষুদে টাইগারদের প্রথম ইনিংসঃ মাহমুদুল হাসান এবং শাহাদাত হোসেনের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে সম্মানজনক সংগ্রহে থেমে স্বাগতিকরা। ২২৮ রানে শেষ হয়েছে তাদের ইনিংস। যদিও তৃতীয় দিন এসে দলের খাতায় তেমন রান যোগ করতে পারেননি শেষের দিকের ব্যাটসম্যানরা।


চার উইকেট হাতে নিয়ে ১৯৮ রানে দিন শুরু করেছিল টাইগার যুবারা। মাত্র ৩০ রান যোগ করতেই হাতে থাকা চার উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় দলটি। ১০৯ রানের লিড পায় ইংল্যান্ড।



বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন মাহমুদুল, ৫৬ রানের ইনিংস খেলেন শাহদাত। ইংল্যান্ডের হয়ে একাই চার উইকেট নেন আল্ড্রিজ।


ইংল্যান্ডের প্রথম ইনিংসঃ এর আগে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে টাইগার যুবাদের বিপক্ষে ৩৩৭ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড যুবারা। দলের হয়ে জিমি স্মিথ ৯০ এবং জর্জ হিল ৯১ রানের ইনিংস খেলেছেন। সফরকারীদের অলআউট করার পেছনে ভূমিকা রেখেছেন রুহেল, গালিব, মিনহাজুর, মুজাকিররা।


মিনহাজুর এবং মুজাকির তিনটি করে উইকেট পেয়েছেন। রুহেল এবং গালিব নিয়েছেন দুটি করে উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball