promotional_ad

ভারত পাঠানো হচ্ছে আলিসকে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থিত আইসিসির বায়োমেকানিক ল্যাবে পাঠানো হচ্ছে ঢাকা ডায়নামাইটসের বিস্ময়কর স্পিনার আলিস আল ইসলামকে। এক সপ্তাহের মধ্যে তাঁকে সেখানে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ডায়নামাইটসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।


রবিবার সাংবাদিকদের সুজন বলেন, 'এক সপ্তাহের মধ্যে আলিসকে চেন্নাই পাঠানো হবে। সেখানে তাঁর বোলিং অ্যাকশনের পুনরায় পরীক্ষা করা হবে।'



promotional_ad

বিপিএল অভিষেকেই বল হাতে হ্যাট্রিক করে বসেন আলিস। টি-টুয়েন্টি অভিষেকে হ্যাট্রিক গড়ার বিশ্বরেকর্ডের পাশাপাশি গড়েন বিপিএলের রেকর্ডও। কিন্তু তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রথম ম্যাচের পর থেকেই প্রশ্নের সৃষ্টি হয়।


আম্পায়ার থেকে শুরু করে প্রতিপক্ষ দলও আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের তীর ছুঁড়তে থাকে। যদিও এরপরও আর বেশ কিছু ম্যাচ খেলেছেন আলিস।


শেষ পর্যন্ত ইনজুরির কারণে চার ম্যাচ খেলার পর পুরো টুর্নামেন্টেই দলের বাইরে ছিলেন তরুণ এই স্পিনার। ইনজুরি সেরে উঠতে না উঠতেই এবার তাঁকে আইসিসির অধীনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার জন্য চেন্নাই পাঠানো হচ্ছে।



বিপিএল খেলার আগে ঘরোয়া প্রথম বিভাগ ক্রিকেটেই প্রশ্নবিদ্ধ ছিল আলিসের বোলিং অ্যাকশন। যদিও অ্যাকশন শুধরিয়ে বিপিএলে অংশ নিয়েছেন আলিস, জানিয়েছিল ঢাকা। কিন্তু বিপিএল অভিষেকেই আবারও প্রশ্নের সম্মুখীন হন আলিস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball