মাশরাফি, ইমরুলদের মূল্য তালিকা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) রিটেইন ক্রিকেটারদের পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এই তালিকায় 'এ' প্লাস ক্যাটাগরিকে ধরা হয়েছে সর্বোচ্চ।
এই ক্যাটাগরিতে রিটেইন ক্রিকেটারদের মধ্যে থাকছেন মাশরাফি বিন মর্তুজা এবং ইমরুল কায়েস। আবাহনী লিমিটেডের আবারও খেলতে যাওয়া মাশরাফি পাবেন ৩৫ লাখ টাকা করে। অপরদিকে গাজি গ্রুপ ক্রিকেটার্সের ইমরুল কায়েসের মূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা।
এছাড়াও 'এ' ক্যাটাগরিতে রাখা হয়েছে ১০ জন ক্রিকেটারকে। যেখানে আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকত পাবেন ২০ লাখ এবং নাজমুল হোসেন শান্ত পাবেন ২২ লাখ টাকা।শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মোহাম্মদ জিয়াউর রহমান এবং নুরুল হাসান সোহান পাবেন ২০ লাখ করে।
লিজেন্ডস অফ রুপগঞ্জের 'এ' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটার মোহাম্মদ নাঈম ইসলাম পাবেন ২১ লাখ টাকা। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের 'এ' ক্যাটাগরিতে থাকা দুই ক্রিকেটার ফরহাদ রেজা এবং মার্শাল আইয়ুবের মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা করে। এছাড়াও প্রাইম ব্যাংকের আরিফুল হক ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের শুভাগত হোম পাবেন ২০ লাখ টাকা।
বাকি ক্রিকেটারদের রাখা হয়েছে বি, বি প্লাস, সি এবং সি প্লাস ক্যাটাগরিতে। খেলোয়াড়ের মান এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই ক্যাটাগরি এবং মূল্য বাছাই করা হয়েছে তাদের।
দেখে নিন ঢাকা প্রিমিয়ার লীগের রিটেইনশন ক্রিকেটারদের মূল্য তালিকাঃ