promotional_ad

ঢাকা প্রিমিয়ার লীগের রিটেইনশন তালিকা প্রকাশিত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগ আসরের (ডিপিএল) রিটেইন ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এবারের টুর্নামেন্টটিতে প্রতিটি দল তিন জন করে ক্রিকেটার রেখে দেয়ার সুযোগ পাচ্ছে।


গত আসরের চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড তিন ক্রিকেটারদের মধ্যে রেখে দিয়েছে মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাজমুল হোসেন শান্তকে। অপরদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে এবারও খেলবেন মোহাম্মদ জিয়াউর রহমান, কাজি নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ তানভির হায়দার খান। 


লিজেন্ডস অফ রুপগঞ্জ এবারের আসরে রিটেইন করেছে মোহাম্মদ নাঈম ইসলাম, মোহাম্মদ আসিফ হাসান, নাঈম শেখকে। যেখানে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব এবং আরাফাত সানি। 



promotional_ad

খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে রবিউল ইসলাম রবি, মোহাম্মদ মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম খেলার সুযোগ পাচ্ছেন আবারও এবং গাজি গ্রুপ ক্রিকেটার্স ক্লাবের জার্সিতে দেখা যাবে ইমরুল কায়েস, মেহেদি হাসান ও আবু হায়দার রনিকে।  


এদিকে রকিবুল হাসান, কাজি অনিক ও ইরফান শুক্কুরকে স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তিন রিটেইনড ক্রিকেটারের মধ্যে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পছন্দ আরিফুল হক, মোহাম্মদ জাকির হাসান এবং মোহাম্মদ আল-আমিন জুনিয়রকে।     


শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব দুটির রিটেইনড ক্রিকেটারের তালিকায় আছেন যথাক্রমে শুভাগত হোম, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয় এবং জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান ও ইয়াসির আলি চৌধুরী। 


দেখে নিন ঢাকা প্রিমিয়ার লীগের রিটেইনশন তালিকাটিঃ 



ক্লাব খেলোয়াড়ের নাম
আবাহনী লিমিটেড মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত,  নাজমুল হোসেন শান্ত
শেখ জামাল ধানমন্ডি ক্লাব

মোহাম্মদ জিয়াউর রহমান, কাজি নুরুল হাসান সোহান, মোহাম্মদ তানভির হায়দার খান  


লিজেন্ডস অফ রুপগঞ্জ

মোহাম্মদ নাঈম ইসলাম, মোহাম্মদ আসিফ হাসান, নাঈম শেখ


 


প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি 
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি রবিউল ইসলাম রবি, মোহাম্মদ মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম 
গাজি গ্রুপ ক্রিকেটার্স  ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি 
মোহামেডান স্পোর্টিং ক্লাব  রকিবুল হাসান, কাজি অনিক, ইরফান শুক্কুর 
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আরিফুল হক, মোহাম্মদ জাকির হাসান, মোহাম্মদ আল-আমিন জুনিয়র 
শাইনপুকুর ক্রিকেট ক্লাব শুভাগত হোম, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয় 
ব্রাদার্স ইউনিয়ন জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী
 


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball