promotional_ad

শেষ ভরসা সাব্বির-সাইফুদ্দিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


বাংলাদেশঃ 


২০৪/৭ (৪৩ ওভার)


(সাইফুদ্দিন ৭*, সাব্বির ৪২*) 


ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেরার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচটিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন।


মিঠুন-মিরাজের বিদায়ঃ



promotional_ad

ফিফটি তুলে নেয়ার আগে হামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মিঠুন, যেকারণে দৌড়াতে পাড়ছিলেন না ঠিক ভাবে। তাই বড় শট খেলেই রান তুলতে চেয়েছিলেন তিনি। কিন্তু বেশী হাত খুলে খেলতে গিয়ে টড অ্যাস্টলকে উইকেট ছুঁড়ে দেন তিনি।


৫৭ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর ক্রিজে নেমে সাব্বিরকে খানিকক্ষণ সঙ্গ দিলেও জিমি নিশামকে ব্যক্তিগত ১৬ রানে উইকেট বিলিয়ে দেন মেহেদি হাসান মিরাজ। ৭ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে ভালো স্কোর এনে দেয়ার জন্য ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছেন সাব্বির রহমান। 


মিঠুনের ফিফটিঃ মুশফিক জীবন পেয়ে কাজে না লাগাতে পারলেও সুযোগ হাতছাড়া করেন নি মিঠুন। সিরিজের দ্বিতীয় ম্যাচেও ফিফটি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে ৫০ রানের জুটি গড়েছেন তিনি। 


মুশফিক-রিয়াদ সাজঘরেঃ


জীবন পেয়েও সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। প্রহতম ওয়ানডের মত দ্বিতীয়টিতেও ইনসাইড এজে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। এর খানিক পর বোলিংয়ে আসা টড অ্যাস্টলকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন রিয়াদ। 


জীবন পেলেন মিথুন-মুশফিক


সৌম্য বিদায় নেয়ার পরের ওভারে লকি ফারগুসনের বলে স্লিপে রস টেইলরের হাতে ১৪ রানে জীবন পান ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলতে নামা মুশফিকুর রহিম। মুশফিকের ক্যাচ ছাড়ার পর লকি ফারগুসনের পরের ওভারে স্লিপে মোহাম্মদ মিঠুনের ক্যাচ ফেলেন তিনি। 



সৌম্যর ফেরাঃ


প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও শুরুটা ভালো পেয়েছিলেন সৌম্য। ১৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের জন্য ক্রিজে থেকে লড়াই করে যাচ্ছিলেন সৌম্য এবং মুশফিক। কিন্তু ব্যক্তিগত ২২ রানে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে রস টেইলরকে ক্যাচ দিয়ে বসেন তিনি।


ব্যর্থ ওপেনিং জুটিঃ 


শুরু দিকে উইকেটে টিকে থাকা অনেক গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। কিন্তু ধৈর্য ধরে না খেলে ট্রেন্ট বোল্টকে ইনিংসের চতুর্থ ওভারেই এগিয়ে এসে মারতে গিয়ে লকি ফাগুসনের হাতে ক্যাচ দিয়ে বসেন লিটন। ৪ বলে ১ রান করে ফেরেন তিনি।


লিটন বিদায় নেয়ার খানিক পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। বৃষ্টি থামার পর ব্যাট করতে নামলে ইনিংসের সপ্তম ওভারে ম্যাট হেনরির বলে লেগ বিফরের ফাঁদে পড়েন তামিম ইকবাল। ৫ রান আসে তাঁর ব্যাট থেকে। 


বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, মাশরাফি মুর্তজা (সি), মুস্তাফিজুর রহমান
 
নিউজিল্যান্ড একাদশঃ মার্টিন গুপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টেল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball