টপ অর্ডারদের দিকে চেয়ে মিরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিরিজের বাকি দুই ওয়ানডেতে ভালো করতে হলে বাংলাদেশ দলের টপ অর্ডারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ তাই টপ অর্ডার উইকেটে টিকে থাকতে হবে বলে মনে করেন দলের স্পিনার মেহেদি হাসান মিরাজ।
প্রথম ওয়ানডেতে প্রথম ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। যেখান থেকে পরবর্তীতে ম্যাচে ফিরে আসাটা কঠিন ছিল তাঁদের জন্য। তারপরও মিথুন এবং সাইফুদ্দিনের চেষ্টায় সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ।

তাই একই ভুল পরের ম্যাচে না করার জন্য টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে পরামর্শ দিলেন মিরাজ। শুরুর ১০ ওভারে রান কম হলেও উইকেটে টিকে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারবে বাংলাদেশ বলে বিশ্বাসী মিরাজ। তিনি বলেন,
‘নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি টিকেও যাই, রান অল্প হলেও সমস্যা না। প্রথম ম্যাচে আমরা প্রথম ১০ ওভারে তেমন কিছুই করতে পারিনি।
'আমাদের দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। এখন টপ অর্ডার যদি রান করে, প্রথম ১০ ওভার দেখে খেললে আমাদের সুযোগ থাকবে ভালো করার।’
প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও এই জায়গায় একাদশে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই দ্বিতীয় ওয়ানডেতে। তাই লিটন, তামিম এবং সৌম্যকেই বাংলাদেশকে সিরিজে ফিরিয়ে আনার দায়িত্বটা নিতে হবে।