সিরিজে ফেরার ব্যাপারে আশাবাদী মিরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিরিজের প্রথম ওয়ানডেতে হারলেও এখনও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী তরুন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। হাতে থাকা দুটি ম্যাচে ভালো করতে চায় বাংলাদেশ দল। একটি জয় ফিরিয়ে দিতে পারে পুরো দলের আত্মবিশ্বাস।
বড় ধরণের কোন প্রস্তুতি ছাড়াই নিউজিল্যান্ড গিয়েছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে পাত্তাই পায় নি টাইগাররা।

যেকারণে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে বাংলাদেশ শিবিরে। মিরাজের বিশ্বাস, হাতে এখনও দুটি ম্যাচ আছে আর একটি জয় ফিরিয়ে দিতে পারে টাইগারদের আত্মবিশ্বাস। মিরাজ বলেন,
‘একটি ম্যাচ হেরে গিয়েছি। আমাদের আরও দুটি ম্যাচ আছে। এই দুটি ম্যাচ জিতলে সিরিজ জিততে পারব। সে কারণেই কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। এটি জিতলে আমরা আত্মবিশ্বাস ফিরে পাব।’
নিউজিল্যান্ড সফরে গিয়ে বড় প্রস্তুতি ছাড়াই মাঠে নেমে গিয়েছে বাংলাদেশ দল। বিপিএলের টি-টুয়েন্টি ফরম্যাট থেকে ওয়ানডে ফরম্যাটে নিজেদের মানসিকতা পরিবর্তেনর পাশাপাশি সেখানকার কন্ডিশন এবং উইকেট বুঝে উঠার সময় পায় নি মাশরাফি বাহিনী।
সেই সঙ্গে ভ্রমণ ক্লান্তি তো রয়েছেই। তাই সিরিজে ফিরতে হলে দ্বিতীয় ওয়ানডেতে বাড়তি কিছু করতে হবে মিরাজ-সৌম্যদের। ক্রাইস্টচার্চে শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।