promotional_ad

ক্রাইস্টচার্চে পরিবর্তন আসছে বাংলাদেশ দলে?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রাইস্টচার্চে সিরিজে ফেরার লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও প্রথম ওয়ানডের একাদশের থেকে ১-২টি পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দল। বিশেষ করে বোলিং বিভাগে শক্তি বাড়াতে রুবেল হোসেনকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে টাইগার টিম ম্যানেজম্যান্ট। এছাড়া দলে আর কোন পরিবর্তন আসার তেমন কোন সম্ভাবনা নেই।


প্রথম ওয়ানডেতে ওপেনার তামিম ইকবাল এবং লিটস দাস দুজনই ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থ হলেও এই দুজনের প্রতি আস্থা রাখবে টিম ম্যানেজম্যান্ট। তাই ওপেনিং পজিশনে পরিবর্তন আসার সম্ভাবনা একবারেই ক্ষীণ। 


তিন নম্বরে আগের ম্যাচে দারুণ শুরু পেয়েও সেটাকে বড় স্কোরে পরিণত করতে পারেন নি সৌম্য। তাই দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কন্ডিশনে আবারও আক্রমণাত্মক মানসিকতায় ব্যাটিং করে আলো ছোড়াতে চাইবেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 


promotional_ad

 চার নম্বরে নিজের প্রিয় পজিশনে ব্যাট করবেন মুশফিক। সেই সঙ্গে দলে উইকেট রক্ষকের ভূমিকায় থাকবেন তিনি। পাঁচ নম্বরে আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা মোহাম্মদ মিথুন দায়িত্ব সামাল দিবেন। 


ছয় নম্বরে খেলবেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ৭ নম্বর পজিশনে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। সাইফুদ্দিন আগের ম্যাচে দলের বিপর্যয়ে দারুণ এক ইনিংস খেলেছেন। আর সাব্বির রহমান হয়েছেন ব্যর্থ।


তাই টিম ম্যানেজম্যান্ট চাইলে সাব্বিরকে বসিয়ে একাদশে বাড়তি পেসার হিসেবে রুবেল হোসেনকে দলে জায়গা দিতে পারেন। সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ খেলবেন ৭ নম্বরে আর সাইফুদ্দিন থাকবেন ৮ নম্বরে। 


এরপর একাদশে তিন পেসার হিসেবে থাকবেন মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান। ৩ পেসার নিয়ে নামলে চতুর্থ পেসার হিসেবে সাইফুদ্দিন এবং একমাত্র  স্পিনার হিসেবে মেহেদি হাসান মিরাজ বোলিং বিভাগ সামাল দিবেন। 


বাড়তি বোলার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারকেও কাজে লাগাতে পারবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর একাদশ অপরিবর্তিত থাকলে সাব্বির রহমান একাদশে জায়গা ধরে রাখবেন আর বেঞ্চে বসে থাকতে হবে রুবেল হোসেনকে। 


বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ 


তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান/রুবেল হোসেন মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball