টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশের নারীরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশের নারীরা
প্র
থমবারের মত সাদা পোষাকে অনুশীলন করেছে বাংলাদেশের নারী দলের ক্রিকেটাররা। টেস্ট স্ট্যাটাসের কথা মাথায় রেখে অনুশীলন করে যাচ্ছেন সালমা-রুমানারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাওয়ায় অনুশীলন ম্যাচ দিয়েই নতুন যাত্রা শুরু করেছে নারীরা।চলতি বছর বেশ কয়েকটি দুই দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। সেই সঙ্গে এবছরেই ছেলেদের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) আদলে মেয়েদেরও ৪ দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।

নারী ক্রিকেটের দায়িত্বে থাকা নাজমুল আবেদিন ফাহিম সময় সংবাদকে জানিয়েছেন, 'এই বছর আমাদের কিছু দুইদিনের খেলার প্রস্তুতি রয়েছে। কেননা আমরা যখন টেস্ট ক্রিকেট ওরা যাতে মানিয়ে নিতে পারে। আশা করছি, অদূর ভবিষ্যতে আমরা টেস্ট স্ট্যাটাস আমরা পাব।'
দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের ভাবনা মাথায় রেখে অনুশীলন করে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটাররাও। শামিমা সুলতানা নারী দলের অন্যতম সদস্য বলেছেন,
'মেয়েদের মধ্যে একটা ইচ্ছা ছিল আমরা লঙ্গার ভার্সন খেলবো। আমাদের মেয়েরা বিশ্বাস করে টেস্ট খেলা হলে আমরা অনেক বেশি ভাল করতে পারব।'
দলের আরেক ক্রিকেটার ক্রিকেটার ফারজানা হক পিংকি বলেন, 'টেস্টে ক্রিকেটে সেশন বাই খেলার এত আনন্দ, এটা আসলে খেলে বুঝা গেছে।