promotional_ad

পাওয়ার প্লে'তে আয়ারল্যান্ডের থেকেও পিছিয়ে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর পাওয়ার প্লে'তে রান তোলার ক্ষেত্রে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের থেকেও পিছিয়ে আছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিগত চার বছরে পাওয়ার প্লে'তে মাত্র ৪.৪১ রান রেটে রান তুলেছে টাইগাররা। যেখানে আইরিশরা ৪.৮৫ রান রেটে ব্যাট করেছে।  


পাওয়ার প্লে'তে সবচেয়ে বেশী দল নিউজিল্যান্ড। গত বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ৭.১৮ রান রেটে স্কোরবোর্ডে রান যোগ করেছে কিউইরা। নিউজিল্যান্ডের পরেই অবস্থান অস্ট্রেলিয়ার।


promotional_ad

৬.০২ রান রেটে ব্যাটিং পাওয়ার প্লে'তে রান সংগ্রহ করেছে অজিরা। এই দুই দল ছাড়া আর কেউই ৬ রান রেটের ওপরে রান করতে পারে নি। 


৫.৩৬ রান রেটে পাওয়ার প্লে'তে রান তুলেছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল ইংল্যান্ড। ইংলিশদের পরেই অবস্থান উইন্ডিজদের। ৫.১৮ রান রেটে পাওয়ার প্লে'তে ব্যাট করেছে উইন্ডিজ ব্যাটসম্যানরা।


আইরিশদের চেয়েও পিছিয়ে আছে ভারত এবং শ্রীলংকা। দুই দলই ৪.৮১ রান রেটে পাওয়ার প্লে'তে রান করেছে। বাংলাদেশের আগে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। ৪.৭৬ রান রেটে পাওয়ারপ্লে'তে ব্যাট করেছে প্রোটিয়ারা।


বাংলাদেশের পরে অবস্থান করছে আরও ৫টি দল। এরা হল জিম্বাবুয়ে (৪.৩৫), স্কটল্যান্ড (৩.৮৩), পাকিস্তান (৩.৭৫) , আফগানিস্তান (৩.৫৫) এবং আরব আমিরাত (৩.৪০)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball