চ্যাম্পিয়ন্স ট্রফি ভুলছে না নিউজিল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেড় বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড দল। বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নিজেদের অনেক কিছু প্রমাণ করার আছে বলে মনে করেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার টড অ্যাস্টেল।
সদ্য সমাপ্ত ভারত সিরিজে নিজেদের ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারেছে কেন উইলিয়ামসনরা। তবে টি-টুয়েন্টি সিরিজ জয় করেছে স্বাগতিকরা। ছোট ফরম্যাটের ক্রিকেটে ভারতকে হারানোর আত্মবিশ্বাস বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড।

'ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছি আমরা। সবাই খুব উৎসাহিত সিরিজটি নিয়ে। সিরিজটি অবশ্যই চ্যালঞ্জিং হবে আমাদের জন্য। আমাদের অনেক উন্নতির জায়গা রয়েছে।
'বাংলাদেশ আমাদের এর আগের বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছে। তাই আমাদের নিজেদের প্রমাণ করার আছে। আশা করছি তিন বিভাগেই ভালো খেলে সিরিজ জিতব,' মঙ্গলবার ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেছেন ৮টি ওয়ানডে খেলা এই স্পিনার।
বাংলাদেশের ব্যাটসম্যানরা যে স্পিনের বিপক্ষে ভালো খেলে রান বের করতে পারে সেটা ভালো ভাবেই জানা আছে কিউইদের। এছাড়া টাইগারদের দলে অনেক খেলোয়াড় আছে যারা কিউইদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে। তবে সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী এই তরুণ লেগ স্পিনার।
তিনি আরও জানান, 'তাঁরা খুবই বিপদজনক দল, স্পিনের বিপক্ষে ভালো খেলে রান বের করতে পারে তাঁরা। তাঁদের দলে ভালো অনেক খেলোয়াড় আছে যারা আমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে। আশা করছি তাঁদেরকে চাপে ফেলতে পারব এবং ম্যাচে জয় লাভ করব।'