promotional_ad

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বাঁধা হতে পারে সূর্য

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নেপিয়ারে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচে আবারও বাঁধা হয়ে দাঁড়াতে পারে সূর্য। ম্যাচ চলাকালীন সময় কয়েক ওভার খেলা বন্ধও থাকতে পারে। তবে বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস এবং বাংলাদেশের ক্রিকেটাররা বিষয়টি সম্পর্কে আগে থেকেই অবগত। 


এই বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের ম্যাচ রেফারির সঙ্গে আলাপ করেছেন হেড কোচ স্টিভ রোডস। নেপিয়ারে সূর্যাস্তের যাওয়ার সূর্যের আলোক রশ্মি সরাসরি ব্যাটসম্যানের চোখে গিয়ে পড়ে। যার কারণে ব্যাটসম্যানের খেলতে অসুবিধা হয়। 


promotional_ad

'আমি রেফারির সঙ্গে কথা বলেছি। এটা হতে পারে। সূর্য যদি অনেক নিচে নেমে আসে, সেটা কয়েক ওভারে সমস্যা তৈরি করতে পারে। তবে এই সমস্যা তো দুই দলেরই হবে। আমাদের আম্পায়ারের সিদ্ধান্ত দেখতে হবে। তবে খুব বেশি দেরি হয়তো হবে না,' প্রথম ওয়ানডের আগে সাংবাদিকদের বলেছেন রোডস।


২ বছর আগে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে এমন ঘটনা ঘটেছিল। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি লীগেও ম্যাচ চলাকালীন সময় এমন সমস্যায় পড়তে হয়েছিল তাঁদের। এছাড়া সদ্য সমাপ্ত ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে একই কারণে ৩০ মিনিটের মতন খেলা বন্ধ রাখা হয়।


পৃথিবীর বিভিন্ন স্টেডিয়ামে এই সমস্যা এড়াতে ক্রিকেট পিচ সাধারণত উত্তর-দক্ষিণমুখী হয়ে থাকে। কিন্তু নেপিয়ারের ম্যাকলিন পার্কের উইকেট পূর্ব-পশ্চিমমুখী। তবে ম্যাচের আগে ক্রিকেটের বাইরে বেশি কিছু ভাবছেন না রোডস। 


'আম্পায়ার যে সিদ্ধান্ত নিবেন আমরা সেটাই মেনে নিব। যদি ব্যাটসম্যানের জন্য বেশী অসুবিধা হয় তখন খেলা খানিক্ষণ বন্ধ থাকবে। এটা নিয়ে বাড়তি চিন্তা করতে চাইনা, আশা করছি এর প্রভাব ম্যাচে বেশী পড়বে না।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball