ডিপিএল ড্রাফটে ৩০০ ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) প্লেয়ার্স ড্রাফটে প্রায় ৩০০ ক্রিকেটারের নাম তোলা হবে। সিসিডিএম সদস্য সচিব আলি হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তামিম-সাকিবরা এবারের ডিপিএলে অংশ নিতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তবে চাইলে সুপার লীগে অংশ নিতে পারবে জাতীয় দলের তারকারা।
দুই এক দিনের মধ্যে ড্রাফটে ক্রিকেটররদের তালিকা চূড়ান্ত করে ক্লাব গুলো পাঠনো হবে। ১৮ ফেব্রুয়ারি ‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতিতে ডিপিএল ক্লাবগুলোর দল গঠন করবে। মানবজমিনকে আলি হোসেন জানান,

‘এখনো তালিকা চূড়ান্ত হয়নি। প্রায় ৩০০ ক্রিকেটার থাকতে পারে ড্রাফটে। আর জাতীয় দলের ক্রিকেটাররা এবার খেলতে পারবেন কিনা সেটিও সন্দেহ আছে। কেউ যদি খেলতে চায় সুপার লীগেও খেলতে পাররে।’
এদিকে ড্রাফটে থাকা ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিন্ম ৩ লাখ থেকে সর্বোচ্চ ২৮ লাখ পর্যন্ত। এই প্রসঙ্গে আলি হোসেন আরও বলেন,
‘১২ তারিখ দলবদল হওয়ার কথা ছিল। তা এখন পিছিয়ে ১৮ ফেব্রুয়ারি হবে। আমরা এখনো ক্রিকেটারদের তালিকা হাতে পাইনি। তবে যতটা বলতে পারি এবার সর্বোচ্চ মূল্য হতে পারে ২৮ লাখ টাকার মধ্যে।’
উল্লেখ্য, গতবার সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পেয়েছিলেন আইকন ক্রিকেটাররা। কিন্তু এবারের হিসেব অনেকটা আলাদা। কেননা বিপিএল শেষ করে জাতীয় দল ব্যস্ত সময় পার করছে নিউজিল্যান্ডে।
আর ডিপিএলে খেলতেও পারবেন না তাঁরা। সিনিয়র ক্রিকেটাররা যখন দেশে ফিরবেন, টানা ক্রিকেট থেকে নিস্তার পেতে তখন অনেকেই চলে যাবেন বিশ্রামে।
কাজেই তারকা শুন্য হচ্ছে এবারের ডিপিএল, সন্দেহ নেই। একারণে ড্রাফটে এবার থাকছেনা কোন আইকন ক্রিকেটার। দ্বিতীয় শ্রেণীর ক্রিকেটাররাই পাবেন ২৮ লাখ টাকা।