promotional_ad

উইন্ডিজদের মাটিতে নামিয়ে আনলেন উড-মঈন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্টে স্বাগতিক উইন্ডিজের কাছে পাত্তাই পায় নি ইংল্যান্ড। সিরিজের তৃতীয় টেস্টে এবার দেখা গেল উল্টো চিত্র। সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধা জনক অবস্থানে আছে সফরকারী ইংলিশরা। আগে সিরিজ নিশ্চিত করা উইন্ডিজদের আকাশ থেকে মাটিয়ে নেমে আনেন মার্ক উড এবং মঈন আলি। দ্বিতীয় দিন শেষে ১৪২ রানের লিড নিয়েছে জো রুটের দল। বিনা উইকেটে ১৯ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামবে ইংল্যান্ড। 


দ্বিতীয় দিনটি ছিল অবশ্য দুই দলের বোলারদের। মোট ১৬ উইকেটের পতন দেখেছে সেন্ট লুসিয়া টেস্ট। ২৭৭ রানে প্রথম ইনিংসে অল আউট হওয়া ইংলিশরা বল হাতে উইন্ডিজ ব্যাটসম্যানদের ভুগিয়েছে চরম ভাবে। 


পেসার মার্ক উড এবং স্পিনার মঈন আলির সামনে দাঁড়াতেই পারেনি তাঁরা। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা গুটিয়ে গিয়েছে মাত্র ১৫৪ রানে। ইংল্যান্ডের পেসার মার্ক উডের শিকার ৫ উইকেট আর মঈনের শিকার ৪ উইকেট। 


দ্বিতীয় দিন সকালে ৪ উইকেটে ২৩১ রান নিয়ে খেলতে নামা ইংলিশদের ব্যাকফুটে ঠেলে দেন পেসার কিমার রোচ। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশদের লোয়ার অর্ডার এবং টেইলেন্ডাররা। 


দ্বিতীয় দিন ৪৬ রান যোগ করতেই বাকি ৬ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন ইংলিশদের। জস বাটলার ৬৭ এবং বেন স্টোকস করেন ৭৯ রান। ৪৮ রান দিয়ে ৪ উইকেট নেন পেসার কিমার রোচ।


promotional_ad

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করলেও ৭৯ রানের মধ্যে ৬ ব্যাটসম্যানকে হারিয়ে বসে ক্যারিবানরা। ৬ ব্যাটসম্যানের মধ্যে ৪জনকে ফেরান উড আর ২ ব্যাটসম্যানের উইকেট তুলে নেন মঈন আলি।


৬ উইকেট হারালেও শেন ডওরিচ একপ্রান্তে থিতু হয়ে খেলতে থাকেন। নীচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে উদ্ধার করার চেষ্টায় খেলতে থাকেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৩৮ রানে ব্রডের শিকার হয়ে তিনি ফিরলে ১৫৪ রানে থামে উইন্ডিজদের ইনিংস।


৪১ রান খরচ করে ৫ উইকেট নেন উড আর ৩৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মঈন আলি। ১২৩ রানের লিড পায় সফরকারী দল। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৯ রান নিয়ে খেলা শেষ করে ইংল্যান্ড। ররি বার্ন্স ১০ এবং কিটন জেনিংস ৮ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন। 


সংক্ষিপ্ত স্কোরঃ 


ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৭৭ অল আউট (১০১.৫ ওভার) 


(বাটলার ৬৭, স্টোকস ৭৯) (রোচ ৪/৪৮)


উইন্ডিজ প্রথম ইনিংসঃ ১৫৪ অল আউট (৪৭.২ ওভার)


(ক্যাম্পবেল ৪১, ডওরিচ ৩৮), (উড ৫/৪১)


ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ১৯/০ (১০ ওভার)


(ররি বার্ন্স ১০*, কিটন জেনিংস ৮*) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball