ভালো শুরুর পর বিপাকে ভাইকিংস

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চিটাগং ভাইকিংসঃ ৮৪/৪ (১২ ওভার)
(মোসাদ্দেক ৮*, শানাকা ১*; নারিন ২/১১)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি লড়াইয়ে চিটাগং ভাইকিংস এবং ঢাকা ডায়নামাইটস। টসে জিতে ঢাকার বিপক্ষে ব্যাটিং করছে চিটাগং।
নিয়মিত উইকেট হারাচ্ছে চিটাগংঃ ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেছিলেন চিটাগংয়ের ওপেনার ক্যামেরন ডেলপোর্ট। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারেননি তাঁর সাথে প্রথমবারের মতো বিপিএলে ওপেনিংয়ে নামা ব্যাটসম্যান ইয়াসির আলি।

মাত্র আট রান করে দলীয় ২২ রানে ফিরেছেন তিনি। এরপর নতুন ব্যাটসম্যান সাদমান ইসলাম কে নিয়ে রানের চাকা সচল রাখেন ডেলপোর্ট। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যেতে হয়েছে ভালো খেলতে থাকা ডেলপোর্ট। ২৭ বলে ৩৬ রান করে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে ভালো করতে পারেননি তিনি। মাত্র ৮ রান তুলতেই ফিরেছেন মুশফিক। সুনীল নারিনের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।
মুশফিকের বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে সাদমানের সাথে জুটি গড়তে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন। কিন্তু মোসাদ্দেককে সঙ্গ দিতে পারেননি তিনে নামা ব্যাটসম্যান সাদমান। সুনীল নারিনকে সামনে এসে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
বর্তমানে উইকেটে আছেন দুই ব্যাটসম্যান মোসাদ্দেক এবং দাশুন শানাকা।
উইকেটে রয়েছেন দুই ব্যাটসম্যান সাদমান এবং
ঢাকা ডায়নামাইটস একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, সুনিল নারিন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, উপুল থারাঙ্গা, মাহমুদুল হাসান।
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আহমেদ আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাদমান ইসলাম, রবি ফ্রাইলিংক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকা, হার্দুস ভিজয়েন।