promotional_ad

তারকাদের দিকে তাকিয়ে সুজন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপিএলের ষষ্ঠ আসরের শুরুর দিকে মাঠ দাপিয়ে বেড়াচ্ছিলেন ঢাকা ডায়নামাইটসের ক্রিকেটাররা। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে এসে খেই হারিয়ে ফেলে তাঁরা। ঠিক মতো পারফর্ম করতে পারছিলেন না আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটাররা। তবে নকআউট পর্বে দলের তারকারা ঠিকই ফর্ম খুঁজে পারবেন, বিশ্বাস ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজনের।


খুঁড়িয়ে খুঁড়িয়ে সেরা চারে উঠেছে বিপিএলের অন্যতম ফেভারিট দল ডায়নামাইটস। দলের বিদেশি তারকারা যেমন এখনও নিজেদের সেরাটা দিতে পারেননি, তেমন দেশি তারকারাও এখন পর্যন্ত রয়েছেন নিষ্প্রভ।



promotional_ad

গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে উঠবেন ঢাকার তারকারা, আশায় আছেন কোচ সুজন। তাঁর বিশ্বাস টুর্নামেন্টের এই পর্যায়ে ভালো করার জন্যই অপেক্ষায় আছে ঢাকার তারকারা। মিরপুরে আগামীকালের ম্যাচের জন্য দলকে নিয়ে অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সুজন বলেন,


'আমি বিশ্বাস করি যে বিদেশি ক্রিকেটারের মধ্যে উপুল এসেছে, নতুন একটি ফরমেশন তৈরি হয়েছে দলের। আশা করি আপনি যেটি বলছেন যে বিদেশি ক্রিকেটাররা এখনও সেভাবে পারফর্ম করেনি, হয়তোবা এই সময়ের জন্যই করেনি। এই সময়ে হয়তো জ্বলে উঠবে। আন্দ্রে রাসেল এমন একজন ক্রিকেটার যে কিনা একাই ম্যাচ জিতিয়ে দেয়ার সামর্থ্য রাখে।


'এছাড়া আমরা সাকিবের কাছ থেকেও রান পাইনি কয়েকটি ম্যাচে। চাপের মধ্যে ছিলাম। সাকিব তো বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। আশা করি অধিনায়ক সামনে থেকেই নেতৃত্ব দিবে।'



গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে ঢাকা। তাদেরকে খেলতে হবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ।


সোমবার মিরপুরে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মাঠের লড়াইয়ে নামবে দুই দল। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের রূপ বদলে দিবে দলের তারকারা, আশায় আছেন ঢাকার কোচ সুজন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball