promotional_ad

আগামীকাল খেলতে পারবেন মোসাদ্দেক?

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে, এমন ম্যাচের আগে পায়ে ব্যথা পেয়েছেন চিটাগং ভাইকিংসের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে খেলার আশা এখনই ছাড়ছেন না দেশের এই ক্রিকেটার।


শক্তিশালী ঢাকার বিপক্ষে শক্ত অবস্থান নিয়ে মাঠে নামতে রবিবার নিজেদের প্রস্তুত করছিলেন চিটাগং ভাইকিংসের ক্রিকেটাররা। নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন ডানহাতি ব্যাটসম্যান মোসাদ্দেক।



promotional_ad

ডক স্টিকের বিপক্ষে থ্রো ডাউনে ব্যাটিং করছিলেন তিনি। ইয়র্কার লেন্থের একটি বল লেগ সাইডে ফ্লিক করে মারতে গিয়ে ব্যর্থ হন মোসাদ্দেক। ডান পায়ে এসে লাগে বলটি এবং সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় এবং পায়ে বরফ দেয়া হয়।


এখনও বরফ দেয়া অবস্থায় আছেন তিনি। পায়ের স্ক্যান করাবেন আজই। তবে ইনজুরি গুরুতর মনে হচ্ছেন না মোসাদ্দেকের কাছে। আগামীকালের ম্যাচেই মাঠে নামতে প্রত্যাশী তিনি 


নিজের ইনজুরির বর্তমান অবস্থা সম্পর্কে মোসাদ্দেক বলেন, 'বরফ দিচ্ছি। আমি এখনও খেলার আশা রাখছি, আগামীকালের ম্যাচে।'



বিপিএলের ষষ্ঠ আসরে প্রথম দিকে ব্যাট হাতে ফর্মের দেখা না পেলেও শেষ দিকে এসে দারুণ ফর্মে ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। দলের জয়ে অবদান রেখেছিলেন বেশ কয়েকটি ম্যাচে।


আসরে ভাইকিংসের জার্সিতে মোট ১২টি ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। যেখানে ২৪.১২ গড় এবং ১১৮.৪০ স্ট্রাইক রেটে ১৯৩ রান সংগ্রহ করেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball