স্বপ্ন পূরণ হয়েছে স্টয়নিসের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টি-টুয়েন্টি দলের পরিচিত মুখ হলেও প্রথম বারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। টেস্ট দলে ডাক পেয়ে স্বপ্ন পূরণ হয়েছে তাঁর।
শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ডাক পাওয়া স্টয়নিসের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক। অভিষেক ম্যাচে মাঠে নামার আগে নিজেকে পুরোদমে প্রস্তুত করে নিচ্ছেন তিনি।
ওয়ানডে এবং টি-টুয়েন্টির তুলনায় টেস্ট ফরম্যাটটা ভিন্ন হওয়ার কারণে বাড়তি চাপ থাকবে তাঁর উপর বলে জানিয়েছেন স্টয়নিস। তারপরও মুহূর্তটি উপভোগ করতে চান এই অলরাউন্ডার।

'মনে হচ্ছে খুব ভালো একটি জায়গায় দাঁড়িয়ে আছি। নিজের ক্রিকেটটাকে উপভোগ করছি আর নিজেকে প্রস্তুত করছি। অবশ্যই এর আগে টেস্ট ক্রিকেট খেলিনি তাই বাড়তি চাপ তো অবশ্যই থাকবে আমার উপর।
'তারপরও মুহূর্তটি উপভোগ করে যেতে চাই। আমি অনেক উচ্ছ্বসিত, তারপরও নিজের অবেগটাকে ধরে রাখার চেষ্টা করছি কারণ টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া আমার স্বপ্ন পূরণ হওয়ার মতো।'
অস্ট্রেলিয়ার হয়ে রঙ্গিন জার্সিতে নিজেকে প্রমাণ করার পরই টেস্ট স্কোয়াডে বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন স্টয়নিস। সব কিছু ঠিক থাকলে পহেলা ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে নিজের অভিষেক টেস্টে মাঠে নামবেন এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডঃ
টিম পেইন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), জো বার্ন্স, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস লেবুশেন, নাথান লায়ন, কার্টিস প্যাটারসন, উইল পুকোভস্কি, মিচেল স্টার্ক, ঝেই রিচার্ডসন, পিটার সিডল এবং মার্কাস স্টয়নিস।