সাকিবের পাশে হোল্ডার

ছবি: গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বার্বাডোজ টেস্টে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলার মাধ্যমে সাকিব আল হাসান, অ্যালান বোর্ডারদের পাশে উঠে এসেছেন উইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার।
ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যারিয়ারে দ্বিশতক হাঁকানোর পাশাপাশি কোনও ম্যাচে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন ক্যারিবিয়ান দলপতি। আর অধিনায়ক হিসেবে এই কীর্তিতে তাঁর অবস্থান তৃতীয়তে।

এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনাতে প্রথমবারের মতো ১০ উইকেট শিকার করেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব। এরপর ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে প্রথম দ্বিশতক হাঁকান তিনি।
একই বছর ঢাকার মাটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি দ্বিতীয়বারের মতো। সাকিব ছাড়াও এই রেকর্ডের অধিকারী পাকিস্তানের ওয়াসিম আকরাম, ভারতের ভিনু মানকাড, ইংল্যান্ডের ইয়ান বোথাম এবং অ্যালান বোর্ডার। যেখানে আকরাম এবং বোর্ডারই শুধু অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়েছিলেন।
উল্লেখ্য ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২০ রানের মাথায় যখন ৬ উইকেট পড়ে গিয়েছিলো উইন্ডিজদের তখন ক্রিজে নেমেছিলেন অধিনায়ক হোল্ডার।
এরপর রীতিমত ওয়ানডে মেজাজে ব্যাট করে ৯৯ বলে টেস্টের তৃতীয় শতক তুলে নেন তিনি। এরপর ২২৯ বলে ক্যারিয়ারের প্রথম দ্বিশতকও হাঁকান তিনি। যা কিনা টেস্ট ইতিহাসে ক্রিস গেইলের পর ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম দ্বিশতক।