ইংল্যান্ড সিরিজে খেলবেন না রাসেল ও নারিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলা দুই ক্যারিবিয়ান সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।
নিজের বোলিং অ্যাকশন নিয়ে আত্মবিশ্বাস না থাকার দরুণ জাতীয় দলের হয়ে খেলতে অপারগতা জানিয়েছেন নারিন। অপরদিকে রাসেল কারণ দেখিয়েছেন শতভাগ ফিটনেসের অভাবকে।

ক্যারিয়ারের শুরু থেকেই বোলিং অ্যাকশনের সমস্যায় ভুগছেন নারিন। এখনও অ্যাকশন নিয়ে সমস্যা রয়েছে তাঁর কিছুটা। ফলে তিনি নিজেও আত্মবিশ্বাসী নন জাতীয় দলে খেলার ব্যাপারে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সি ডব্লিউ আই) এই স্পিনার নিজেই জানিয়েছেন এমনটা।
দুই বছরেরও বেশি সময় ধরে ওয়ানডে ক্রিকেট না খেলা নারিন ২০১১ সালে সর্বপ্রথম নিজের অ্যাকশন পরিবর্তন করেছিলেন। কিন্তু ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে আবারও অভিযুক্ত হন।
পরবর্তীতে অ্যাকশন শুধরানোর জন্য ২০১৫ সালের বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিলেন নারিন। আগামী সপ্তাহে স্পিন পরামর্শক কার্ল ক্রোর সাথে বোলিং নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন তিনি। তবে ২০১৯ বিশ্বকাপে নারিন খেলতে পারবেন কিনা সেটি নিয়ে এখনও রয়েছে সংশয়।
অপরদিকে হাঁটুর ইনজুরিতে বেশ কিছুদিন থেকে ভোগা আন্দ্রে রাসেল এখনও ৫০ ওভারের ক্রিকেটের জন্য উপযুক্ত মনে করছেন না নিজেকে। তবে টি টুয়েন্টি খেলার জন্য মোটামুটি ফিট রয়েছেন তিনি বিধায় খেলে যাচ্ছেন বিপিএল আসরে।
উল্লেখ্য সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ক্যারিবিয়ানরা মাঠে নামবে আগামী ২০শে ফেব্রুয়ারি। এরপর সিরিজের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৫ এবং ২৭শে ফেব্রুয়ারি। আর শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৩রা মার্চে।