promotional_ad

শেহজাদকে লুকানোর জায়গা নেই মুশফিকের!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


উইকেটের পেছনে দায়িত্ব পালন করতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও চলতি বিপিএলে সেই ভুমিকা পালন করছেন না মুশফিকুর রহিম। আফগানিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদ এই দায়িত্ব পালন করছেন। ফিল্ডিংয়ে পারদর্শী না হওয়ায় শেহজাদকেই দায়িত্ব দিয়েছে তাঁর দল। সংবাদ সম্মেলনে এসে ঠাট্টা করে মুশফিক বললেন শেহজাদকে ফিল্ডিংয়ে লুকানোর জায়গা নেই বলেই নিজে কিপিং করছেন না।


টি-টুয়েন্টিতে ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু ভাইকিংস দলে চার-পাঁচজন ক্রিকেটার আছেন যারা ফিল্ডিংয়ে তেমন পারদর্শী নন। তাই টিম ম্যানেজমেন্টের সাথে আলাপ আলোচনা করে দলের স্বার্থে শেহজাদকে কিপিং দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। মুশফিক জানান, 


promotional_ad

‘আমাদের দলের যে ভদ্রলোক এখন কিপিং করছেন তার স্বাস্থ্য দেখলেই আপনি বুঝবেন। তাকে আসলে ফিল্ডিংয়ে কোথায় লুকাতে হবে এটা আমার জন্য অনেক কঠিন। আমাদের দলে আরও চার পাঁচ জন খেলোয়াড় আছে যাদের টি-টোয়েন্টির সেরা ফিল্ডার বলা যাবে না।


'এ রকম চার জন হয়ে গেলে কঠিন হয়ে যায়। আমাদের টিম ম্যানেজমেন্ট চার পাঁচ জন আলোচনা করে এটা করেছি যে দলের স্বার্থে সেরা কম্বিনেশনটা বের করে আনতে। আর এখন পর্যন্ত সে খারাপ করছে না, আমাদের দলও আল্লাহর রহমতে ছয়টায় জিতেছে। তো সবমিলিয়ে ভালোই চলছে।'


কিপিং ছেড়ে চলতি আসরে অবশ্য বেশ দারুণ ব্যাটিং করছেন মুশফিক। ৩টি অর্ধশতক হাঁকানোর পাশাপাশি এখন পর্যন্ত ২৯৯ রান করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়েছিল কিপিং ছাড়াতেই কি এমন খেলছেন তিনি? এর উত্তরে মুশফিক জানান,


‘কেন? আমি কিপিং করে তো অনেক রান করেছি। তৃতীয় কি চতুর্থ আসরে আমি প্রায় সাড়ে চারশর মতো করেছিলাম। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলাম। (কিপিং ছেড়েছি) আমাদের দলের কম্বিনেশনের কারণে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball