ব্যাটসম্যানদের দুষছেন মিরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহীর ব্যাটসম্যানরা বিগত কয়েক ম্যাচে ভালো করলেও সিলেটের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেন নি। যেকারণে সিলেটের বিপক্ষে বড় হারের লজ্জায় পড়তে হয়েছে রাজশাহী কিংসকে। রাজশাহীর অধিনায়ক মেহেদি মিরাজ ম্যাচ হারের জন্য ব্যাটসম্যানদেরকেই দুষেছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে।
ফজলে রাব্বি ছাড়া রাজশাহীর হয়ে এদিন কোন ব্যাটসম্যানই ক্রিজে টিকে থাকতে পারেন নি। তাই মিরাজ আশা করছেন তাঁর দলের ব্যাটসম্যানরা বাকি ম্যাচগুলোতে একই ভুল করবেন না।

ম্যাচ হারলেও অধিনায়ক মনে করেন এখনও শেষ চারের আশা শেষ হয়ে যায়নি তাঁদের। হাতে থাকা তিনটি ম্যাচ জিতলেই সুযোগ থাকবে তাঁদের প্লে-অফ খেলার। মিরাজের ভাষায়,
'আজকের ম্যাচে ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারে নি। এই নিয়ে টানা দুই ম্যাচে হারলাম আমরা। আগের কয়েক ম্যাচে তাঁরা ভালো করেছে অবশ্যই। আমাদের এখনও তিনটি ম্যাচ বাকি আছে।
'আশা করছি সেই ম্যাচগুলোতে ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াবে। আজ আমাদের রাব্বি ছাড়া আর কোন ব্যাটসম্যানই পারফর্ম করতে পারেনি। তাঁদের কাছ থেকে আরও বেশী আশা করছি।'
সিলেটের বিপক্ষে ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৪ রানে গুটিয়ে গিয়েছে রাজশাহী কিংস। এই ম্যাচে ৭৬ রানে হারের ফলে প্লে-অফ খেলার সমীকরণটা কঠিন হয়ে গেল মিরাজ বাহিনীর জন্য।