promotional_ad

বল মোকাবেলায় বিশ্বে দ্বিতীয় মুশফিক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট ক্রিকেটে অভিষেকের পর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে এখন অবধি সবচেয়ে বেশি বল মোকাবেলায় দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। ২০০৫ সালে অভিষেক হওয়া মুশফিক উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৭৫টি ইনিংস খেলেছেন।


যেখানে তিনি ৫৯৫০টি বল মোকাবেলা করেছেন। এই বল মোকাবেলায় মুশফিকের ব্যাট থেকে রান এসেছে ২৮৩৭।


উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে সবচেয়ে বেশি বল মোকাবেলা করেছেন নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং। ২০০৯ সালে টেস্ট অভিষেক হওয়া এই ক্রিকেটার এখন অবধি ৭৯টি ইনিংস খেলেছেন উইকেটরক্ষক হিসেবে।



promotional_ad

যেখানে তিনি বল মোকাবেলা করেছেন ৬২৪১টি। তাঁর ব্যাট থেকে এই সময়ে ২৬৬৫ রান এসেছিল।


তালিকায় তিনে আছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ২০১২ তে টেস্ট অভিষেক হওয়া এই ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলেছেন ৭২ ইনিংস। বল মোকাবেলা করেছেন ৪৮৭৪টি।


তাঁর ব্যাট থেকে এই বল মোকাবেলায় রান এসেছে ২৮১২। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি আছেন এই তালিকায় চতুর্থ অবস্থানে। ২০০৫ সালে টেস্ট অভিষেক হয়েছিল ধোনির।


উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তিনি ৮২ ইনিংসে বল মোকাবেলা করেছেন ৪৭৫৩টি। এই সময় তাঁর ব্যাট থেকে রান এসেছে ২৭০০।



তালিকায় পাঁচ নম্বরে আছেন সাবেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাট প্রায়র। ২০০৭ সালে অভিষেক হওয়া এই ক্রিকেটার উইকেটরক্ষক হিসেবে খেলেছেন ৮৬টি ইনিংস।


যেখানে তিনি বল মোকাবেলা করেছেন ৪৫৮৬টি। তাঁর ব্যাট থেকে সেই সময় রান এসেছিল ২৭৭৩।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball