বিপিএলে প্রস্তুতির ঘাটতি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরুর আগে কোন দলই সুযোগ পাচ্ছেনা নিজেদেরকে পুরোপুরি ভাবে প্রস্তুত করে তোলার। ডিসেম্বরের শেষের দিকে প্রস্তুতি শুরু হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে তা সম্ভব হয় নি। তাঁর আগে ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন ঘরোয়া ক্রিকেটে বিসিএল খেলা নিয়ে। যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন, তাঁরা চেয়েছিলেন বিসিএল বন্ধ করে ক্রিকেটারদের বিপিএলের জন্য প্রস্তুত হতে সময় দেয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত সেটাও সম্ভব হয় নি।
বিপিএল শুরুর আগে লঙ্গার ভার্সনের ক্রিকেটে ব্যস্ত সময় কাটিয়েছে ক্রিকেটাররা। এখন আবার ভিন্ন ফরম্যাটে মাঠে নামতে হচ্ছে তাঁদের। তাই টি-টুয়েন্টি ফরম্যাট ভিন্ন হওয়ার কারণে আগে থেকেই প্রস্তুতি শুরু করতে চেয়েছিল সব দল বলে জানান তিনি।

ক্রিকেটের এই ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখার একটি বিষয় রয়েছে যেটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন সালাউদ্দিন। কিন্তু আসর শুরু হতে বাকি আর মাত্র ৩দিন। তাই হাতে থাকা সময়টুকুই কাজে লাগাতে চান তিনি। সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন,
'এটি করতে পারলে অনেক ভালো হয়। তবে বুঝতে হবে যে আমাদের তো সূচিটি এমন ছিলো না। নির্বাচনের কারণে আসলে হঠাৎ করে টুর্নামেন্টটি পিছিয়ে গিয়েছিলো। আসলে তাঁরা তো সময় দিয়েছিলো। নির্বাচনের কারণে হুট করে পিছিয়ে গিয়েছে, সুতরাং এখানে তো আমাদের কিছু করার নেই। আমাদের আসলে ২০ তারিখে শুরু করার কথা ছিলো।
'বিসিএল যেহেতু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, তো আমরা চেষ্টা করেছিলাম বিসিএলটি যেন অন্তত বন্ধ হয়, তাহলে আমরা ক্রিকেটারদেরকে একটু বিশ্রাম দিতে পারতাম এবং আমরা নিজেরাও প্রস্তুতি নিতে পারতাম। যেহেতু বিসিএলও একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আর ফ্র্যাঞ্চাইজরাও রাজি হয়নি টুর্নামেন্টটি পিছানোর জন্য।
এক্ষেত্রে ক্রিকেটারদেরও অনেক কষ্ট হবে কারণ তাঁরা এনসিএল, বিসিএলে চার দিনের ম্যাচ খেলার পর আবার টি টুয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে, সেটাও অনেক টাইট সূচি। ক্রিকেটারদের অনেক কষ্ট হবে, এরপরেও আমি মনে করি তাঁরা যেহেতু পেশাদার। সুতরাং তাঁরা ফিটনেস কিভাবে ম্যানেজ করবে সেটা তাঁরা ভালো বোঝে। কষ্ট হোক, এখন যেহেতু খেলা শুরু হবে তাই সেগুলো ভেবে আসলে আমরা খুব বেশি লাভবান হবো না।'
এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দদিন। ২০১৫ সালের বিপিএল চ্যাম্পিয়নদের দ্বিতীয় শিরোপা জেতানোই তাঁর মূল লক্ষ্য। সেই সঙ্গে আফ্রিদি-স্মিথদের মত বিদেশী তারকাদের নিয়ে শক্তিশালী দল সাজিয়েছে কুমিল্লা।