টি-টুয়েন্টি বিশ্বকাপে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না বাংলাদেশ দল। তবে বিষয়টি নিয়ে আক্ষেপ না করে উল্টো ইতিবাচক দিক তুলে ধরলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বাছাইপর্ব দিয়েই নিজেদের আগেই গুছিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা। যেহেতু বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় তাই সেখানের কন্ডিশন এবং উইকেটের সাথে মানিয়ে নেয়ার একটি বিষয় রয়েছে। তাই বাছাইপর্বের ম্যাচগুলো দিয়ে অস্ট্রেলিয়ার কন্ডিশন এবং উইকেটের ব্যাপারে আরও ধারণা নিয়েই মূল পর্বে যাওয়ার বড় সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। এটাকেই বাড়তি সুবিধা হিসেবে দেখছেন প্রধান নির্বাচক।

সেই সঙ্গে বাছাইপর্বের ম্যাচগুলোতে ক্রিকেটারদের পারফর্মেন্সের মধ্য দিয়েই মূল পর্বের একাদশ গুছিয়ে নিতে পারবে সাকিব আল হাসানের দল। প্রধান নির্বাচক আরও বিশ্বাস করেন, সহজেই মূল পর্বের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ দল।
'এটি তো অবশ্যই চ্যালেঞ্জিং। তবে একদিক থেকে ভালো যে আপনি আগে থেকে নিজেদের গুছিয়ে নিতে পারবেন এই ফরম্যাটে। আমার বিশ্বাস যে আমরা বাছাইপর্ব খেললেও বিশ্বকাপ খেলবো।'
আইসিসির সদ্য প্রকাশিত টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে না থাকার কারণে সরাসরি বিশ্বকাপে অংশ নিতে পারছে না বাংলাদেশ দল। যেকারণে তাঁদেরকে এখন লড়তে হবে বাছাইপর্বে, যেখানে তাঁদের সঙ্গী হিসেবে শ্রীলংকাকেও পাবে টাইগাররা।
বাছাইপর্ব থেকে মোট ৪টি দল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার। ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ায়, যেখানে গ্রুপ পর্বে অংশ নিবে মোট ১২টি দল। এর আগের আসরেও বিশ্বকাপে খেলার জন্য বাছাইপর্বের বাঁধা অতিক্রম করতে হয়েছিল সাকিব-তামিমদের।