কামিন্স-বুমরাহদের ছাড়িয়ে গেলেন মাশরাফিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পরিসংখ্যান বলছে ২০১৮ সালের ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পেসারদের চেয়ে এগিয়ে থেকে বছর শেষ করবে বাংলাদেশ দলের পেসাররা। এবছর উইকেট শিকারের দিক দিয়ে দুই নম্বরে রয়েছেন মাশরাফি-মুস্তাফিজরা।
পুরো বছর জুড়ে ২০টি ওয়ানডে ম্যাচে সর্বমোট ৯০ উইকেট নিয়েছে বাংলাদেশের পেসাররা। টাইগার পেসারদের চেয়ে ৩ ম্যাচ কম খেলে ৯৭ উইকেট নিয়ে সবার প্রথমে আছে দক্ষিণ আফ্রিকা দলের পেসাররা।

মাশরাফিদের ৪ ম্যাচ বেশি খেলে ইংলিশ পেসাররা ১ উইকেট কম নিয়ে আছে এই তালিকার তিন নম্বর স্থানে। উপমহাদেশের আরেক দল পাকিস্তানের পেসাররা মোট ১৮ ম্যাচে শিকার করেছে ৮০ উইকেট। যা তাঁদেরকে জায়গা করে দিয়েছে চার নম্বর অবস্থানে।
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে পাঁচ নম্বরে। প্যাট কামিন্স-জস হ্যাজেলউরা এবছর মাত্র ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ৭৭ উইকেট। একই সমান উইকেট নিয়ে ছয়ে অবস্থান জিম্বাবুয়ের। যদিও সবচেয়ে বেশি ২৬টি ম্যাচ খেলেছেন তাঁরা।
আয়ারল্যান্ডের পেসাররা ৭৫ উইকেট নিয়েছেন মাত্র ১৩ ম্যাচে। তারা আছে সপ্তম অবস্থানে এবং কিমার রোচ-শ্যাল্ডন কোট্রেলরা ১৮ ম্যাচে শিকার করেছেন ৭২ উইকেট। তাদের অবস্থান তালিকায় অষ্টম। উইন্ডিজ পেসারদের চেয়ে ১ উইকেট কম নিয়ে পরবর্তীতে আছে শ্রীলঙ্কা।
উইকেট নেয়ার দিক দিয়ে ১০ নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের। মাত্র ৬৮ উইকেট নিতে সক্ষম হয়েছেন কিউই পেসাররা। অন্যদিকে ২০ ম্যাচ খেলে ৬২ উইকেট নিয়ে তালিকার ১১তম স্থানে আছে ভারত। ভারতের সমান ম্যাচ খেলে মাত্র ৪২ উইকেট নিয়ে সবার নীচে অবস্থান করছে আফগানিস্তান।