ফুটেজ না থাকায় আম্পায়ারদের রক্ষা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে লেগ সাইডে বাংলাদেশের ৬ ফিল্ডার নিয়ে সমস্যা বেঁধেছিল। এরপর মাঠেই প্রতিবাদ করতে দেখা গিয়েছিল উইন্ডিজ দলের খেলোয়াড়দের।
লেগ সাইডে ছয় ফিল্ডার নিয়েই বাংলাদেশ রভম্যান পাওয়েলকে সাজঘরে ফিরিয়েছিল। এটা নজর এড়িয়ে গিয়েছিল আম্পায়ারদের। ঘটনাটি রিভিউয়ের সিদ্ধান্ত নিয়েছিল উইন্ডিজ দল। তবে, পর্যাপ্ত ভিডিও ফুটেজ না থাকায় এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া যায়নি বলে জানিয়েছেন উইন্ডিজ দলের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।

'আমরা রিভিউয়ের জন্য বলেছিলাম কিন্তু তারা বলেছে পুরো মাঠের কোনো ভিডিও নেই যেটা প্রমাণ করবে তিনজন ছিল অফ সাইডে এবং ছয়জন ছিল লেগ সাইডে। আমি অধিনায়ক ছিলাম না এবং আমি চাইনি সীমানা অতিক্রম করতে।'
ঘটনা বাংলাদেশ-উইন্ডিজের শেষ ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ইনিংসের ২৬তম ওভারে। ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল মিরাজের বলে আউট। উইকেটের পেছনে পরিষ্কার ক্যাচ।
বল ব্যাটে লাগলেও রিভিউ নিয়েছিলেন পাওয়েল। তখন বাংলাদেশের ফিল্ডিং পজিশন ছিল ৬/৩। লেগে ৬ জন, অফ সাইডে ৩। বোলার আর উইকেটরক্ষক বাদে। মূলত একটি নো বল আদায় করে নেয়ার লক্ষ্যেই রিভিউ নিয়েছিলেন তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী লেগ সাইডে ৫ জনের বেশি ফিল্ডার রাখা যায় না। এই কারণেই আম্পায়ারের সঙ্গে বাক্যবিনিময় হয়েছিল ব্র্যাথওয়েটের। কিন্তু থার্ড আম্পায়ার সেই সময় আউটের সিদ্ধান্তেই অটল ছিলেন।