জরিমানার কবলে বাংলাদেশ ও উইন্ডিজ

ছবি: ম্যাচের একাংশ

|| ডেস্ক রিপোর্ট ||
৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের দায়ে জরিমানা করা হয়েছে বাংলাদেশ ও উইন্ডিজ দলকে। এই ম্যাচে উইন্ডিজকে ৩৬ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছিল বাংলাদেশ।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার জেফ ক্রো দুই দলকেই জরিমানা করেছেন। বাংলাদেশ নির্ধারিত সময়ে এক ওভার কম বল করেছে। আর উইন্ডিজ দল নির্ধারিত সময়ে দুই ওভার কম বল করেছে।

আইসিসির ২.২২.১ ধারা ভঙ্গের কারণে দুই দলের খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আর দলের বাকি খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে ১০ শতাংশ করে। আগামী ১২ মাসের মধ্যে সাকিব আল হাসানের অধীনে টি-টুয়েন্টিতে আর একবার যদি স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হয় বাংলাদেশ, তবে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে সাকিবকে।
এদিকে, ব্রাথওয়েটকে তাঁর ম্যাচ ফি'র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর অন্য খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। উভয় অধিনায়ক ম্যাচ শেষ হওয়ার পর দোষী সাব্যস্ত হন এবং শাস্তি মেনে নেন।
তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। বাংলাদেশ উইন্ডিজের এই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন তানভীর আহমেদ ও গাজী সোহেল। আর তৃতীয় আম্পায়ার হিসেবে ছিলেন সৈকত শরফুদ্দৌলা এবং চতুর্থ আম্পায়ার হিসেবে ছিলেন মাসুদুর রহমান।