পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশাবাদী যে ১৯৯৮ সালের পর খুব শীঘ্রই পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।
সেই সিরিজটিই ঘরের মাঠে আয়োজন করতে আশাবাদী পাকিস্তান। চলতি বছর আরব আমিরাতের মাটিতে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ খেলেছে এই দুই দল। এই সিরিজটি পাকিস্তানে খেলার প্রস্তাব জানিয়েছিল পিসিবি।
তবে সেই প্রস্তাব মেনে নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান জানিয়েছেন অস্ট্রেলিয়া পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হলে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করবেন তারা।

'আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করব এবং তাদের কোনো উদ্বেগ থাকলে আমরা তাদের সঙ্গে বসবো।'
এদিকে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বানিজ্য বিভাগ (ডিএফএটি) অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে পাকিস্তান সফরের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে,
"অস্থির নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাসী হুমকি ও সাম্প্রদায়িক হুমকির কারণে পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে পূর্ণ বিবেচনা করুন।”
ওয়াসিম খান জানিয়েছেন, তিনি প্রত্যেক বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে চান। তিনি জানতে চান তাদের উদ্বেগের কারণ কি? কিভাবে বোর্ডগুলোকে আশ্বস্ত করবেন তারও উপায় খুঁজছেন তারা।
'আমাকে অন্য বোর্ডগুলোর সাথে বসতে হবে এবং তাদের জিজ্ঞেস করতে হবে আমাদের পরিকল্পনার কোন ফাঁক ফোকর আপনাদের উদ্বেগ তৈরি করছে? আমরা আপনাদের আশ্বস্ত করার জন্য কি করতে পারি? আপনাদের এখানে আসার জন্য কি করতে হবে? আমি শুনতে চাই তাদের কি উদ্বেগ আছে।'